Dhanteras 2023: কবে ধনতেরস? কোন সময়ে সোনা-রুপো কিনলে সুখ-সমৃদ্ধির সূচনা?

Kalipuja, Dhanteras Date: কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির দু'দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা। 

Continues below advertisement

কলকাতা: সামনেই ধনতেরস বা ধন ত্রয়োদশী৷ ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা৷ মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উত্সব ধনতেরস। কিন্তু এখন সর্বজনীন৷ বারো মাসে তেরো পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরেও এখন ধনতেরস। 

Continues below advertisement

ধনতেরস। ধন অর্থে সম্পদ। তেরস হল ত্রয়োদশী তিথি।  হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরস৷ বিশ্বাস, কালীপুজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা বা চাঁদি কিনলেই মিলবে সুখ ও সমৃদ্ধি। সেই আশা-বিশ্বাস থেকে কেউ কেনেন গয়না, কেউ বা নতুন বাসনপত্র কিংবা অন্য কিছু। 

ধনতেরসের পুজোর জন্য সূর্যাস্তের পর প্রদোষ কাল সবচেয়ে শুভ মুহূর্ত ধরা হয়।  এ বছর ধনতেরস উত্‍সব কবে পালিত হবে? ১০ নভেম্বর, শুক্রবার, বেলা ১২.৩০ মিনিটে পড়ছে শুভমুহূর্ত। শেষ হবে ১১ নভেম্বর, শনিবার , বেলা ১টা ৫০ মিনিটে। এবছর প্রদোষের পুজোর জন্য শুভ সময় ১০ তারিখ বিকেল ৬ টা ২০ থেকে রাত ৮ টা ২০ পর্যন্ত। বলা হচ্ছে, গৃহস্থ জিনিস কেনার শুভ সময় হল দুপুর ২.৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬.৪০ মিনিট পর্যন্ত। এই দিনে কেনাকাটা করতে না পারলে পরের দিন অর্থাৎ ১১ নভেম্বর দুপুর  ১.৫৭ মিনিট পর্যন্ত কেনাকাটা করতে পারবেন। 

পুরাণ মতে, সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী। অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয় স্বর্গকে। কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির দু'দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা। 

ধনতেরস হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত একটি উৎসব। এটি ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। ধনতেরাস থেকে শুরু হয় দীপাবলি। এই দিনে, প্রদোষের সময়, দেবী লক্ষ্মী, ভগবান গণেশ, কুবের এবং ভগবান ধন্বন্তরী পূজা করা হয়।  

আরও পড়ুন, এ বছর কবে আলোর উৎসব দীপাবলি ? কালীপুজো কি একই দিনে? কবে দেবেন ১৪ প্রদীপ?

ধনতেরসে আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর ষোড়শপচার পূজার প্রথা রয়েছে। ধন-সম্পদের দেবী লক্ষ্মী মাতারও এই দিনে পূজা করা হয়। এই দিনে স্বাস্থ্য, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর পূজা করা এবং ধনতেরস বা ধনত্রয়োদশীতে নতুন জিনিস আনা সৌভাগ্য নিয়ে আসে। এদিন থেকে শুরু হয় পাঁচ দিনব্যাপী আলোর উৎসব। এরপর নরক চৌদাস, মহালক্ষ্মী পূজা, গোবর্ধন পূজা ও ভৈদুজের মধ্য দিয়ে শেষ হয় মহা উৎসব। বিশ্বাস করা হয় যে এই দিনে দক্ষিণ দিকে একটি বড় প্রদীপ জ্বালিয়ে রাখলে অকালমৃত্যুর সম্ভাবনা দূর হয়।


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Continues below advertisement
Sponsored Links by Taboola