‘মায়ের হাতে মায়ের আবাহন।’ এই ভাবনায় ভর করে ২০২১ সালে শারদ-উত্সবের আয়োজন করেছিল কলকাতার ৬৬ পল্লি। মহিলারা দুর্গা পুজো (Durga Puja) পরিচালনা করছেন, এমন নজির ছিল বহু। মহিলা থিম শিল্পীর সংখ্যাও কম ছিল না। পুরুষদের আধিপত্য ভেঙে ঢাকও বাজান এখন মহিলা ঢাকীর দল। কিন্তু সেভাবে পৌরহিত্য করতে দেখা যায়নি মহিলা পুরোহিতদের। ২০২১ সালে এই ট্রেন্ড শুরু করে ৬৬ পল্লি। সেই ট্র্যাডিশন বজায় রেখে এ বছরও মহিলা পুরোহিতরাই মাতৃবন্দনা করছেন ৬৬ পল্লির মণ্ডপে। রবিবার তারই শুভ সূচনা হল খুঁটিপুজোর মাধ্যমে।
পুজো উদ্যোক্তা প্রদ্যুম্ন মুখোপাধ্যায় জানালেন এবার পুজোর থিম (Durga Puja Theme), 'দুর্গার মাটি,মাটির দুর্গা'। এবার ৬৬ পল্লির মণ্ডপে মাতৃরূপকল্পে পার্বতী দাস বাউল। পৌরহিত্যে নন্দিনী ভৌমিকের নেতৃত্বে শুভম অস্তু। নন্দিনী জানালেন, ২০২১ এ তাঁরা ৪ জন মিলে পুজো করেছিলেন, এবার মায়ের আশীর্বাদে শুভম অস্তু ১৬ জনের দল। ১৬ মহিলা পুরোহিতের উদাত্ত গলায় মন্ত্রোচ্চারণে শুরু হল খুঁটিপুজো। এক অনন্যসাধারণ আবহ তৈরি হল রবিবার ৬৬ পল্লির মণ্ডপে।
বেশ কয়েক বছর ধরেই, বিয়ে, গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানে পৌরহিত্য করছেন নন্দিনী, সেমন্তী, রুমা, পৌলমীরা। তবে ২০২১ এ ৬৬ পল্লি খুলে দিয়েছিল নতুন এক দিগন্ত। এবারও ৬৬ পল্লির দুর্গাপুজোয় (66 Pally Durga Puja) , পৌরহিত্য করবেন তাঁরা। জোর কদমে চলছে তার প্রস্তুতি পর্ব।
পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হল, ' দুর্গা তিনিই, যিনি দুর্গতি নাশ করেন। এত সীমিতই কি তার সীমা! দুর্গা দক্ষের কন্যা সতী, তিনি দেবাদিদেবের ঘরণী পার্বতী । সর্বত্রই বিরাজমান দুর্গা । এবার তাই দেবী দুর্গার রূপ কল্পনায় রয়েছেন আরেক পার্বতী। পার্বতী দাস বাউল। '
এবার ৬৬ পল্লির মণ্ডপে রয়েছে অন্যরকম চমক। তার জন্য অপেক্ষা করতে হবে বোধনের।
এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট
মহাষষ্ঠী : ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী : ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী : ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
সন্ধিপুজো : সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি।
মহানবমী: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী: ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।
(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)
আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন