ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই বাক্য এখন মুখে মুখে। শতাব্দীপ্রাচীন দেবী দর্শনে সারা বছর দেশ বিদেশ থেকে ভিড় জমান ভক্তরা। কালীপুজোর দিন বহু ভক্ত হন নৈহাটিমুখী। বড় মা-র মাহাত্ম্য এখন মুখে মুখে। মা কাউকে খালি হাতে ফেরান না, এই বিশ্বাস থেকেই ঘটে ভক্ত সমাগম। কালীপুজোয় মা-কে দর্শন করতে গেলে কখন যাবেন, কখন পুজো, কখনই বা অঞ্জলি, দণ্ডি খাটারই বা কী নিয়ম। সব সবিস্তার জানাল নৈহাটী বড়কালী পূজা সমিতি ট্রাস্ট।
৩১শে অক্টোবর পুজো
বড় মা বড়কালী নামেও প্রসিদ্ধ। পুজোর নির্ঘণ্ট বলছে, ৩১শে অক্টোবর পুজো হবে। অমাবস্যা তিথি শুরু দুপুর ৩টে ৯মিনিটে। পুজো শেষ হবে শুক্রবার সন্ধ্যা ৫টা ৯মিনিটে।
অঞ্জলির খুঁটিনাটি
বড় মা-র কাছে অনেকেই দণ্ডি খাটেন ইচ্ছেপূরণ হলে। তার জন্যও রয়েছে নির্দিষ্ট সময়। দণ্ডির সময় পুজোর আগের দিন ভোর রাত থেকে কালীপুজোর দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত। বৃহস্পতিবার বড়কালী পুজো শুরু হবে রাত্রি ১১টায়। মায়ের পুষ্পাঞ্জলি শুরু হবে রাত্রি ১টায় । বহু মানুষ উপবাস থেকে মাকে পুষ্প , বিল্বপত্রে অঞ্জলি দিতে চান। তাহলে অঞ্জলির ফুল নিয়ে আসতে হবে নিজেদেরই। এদিন পুজো শেষে ভোগ প্রসাদ বিতরণ করা হবে।
১ নভেম্বর ২০২৪, শুক্রবারও অমাবস্যা থাকছে। এদিন সন্দেশ কুপনের প্রসাদ বিতরণ শুরু হবে সকাল ১১টা থেকে । দুপুর ৩টে অবধি নৈহাটী পৌরসভা এবং নৈহাটী মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রসাদ পাওয়া যাবে। এদিনও দুপুর ২টোয় পুজো হবে ও পুজোর পর প্রসাদ বিতরণ হবে। সেদিন সন্ধ্যায় আরতি হবে। নিবেদন করা হবে শীতল ভোগ । রাত ৯ টায় এই পুজো অনুষ্ঠিত হবে। রাতেও পুজো শেষে প্রসাদ বিতরণ হবে।
২ নভেম্বর ২০২৪, শনিবার দুপুর ২টোয় পুজো এবং তারপর প্রসাদ বিতরণ করা হবে। সেদিনও সন্ধ্যা আরতি ও শীতল ভোগ দেওয়া হবে রাত ৯ টায়। ভক্তরা প্রসাদও পাবেন এদিন। ৩ নভেম্বর রবিবার দুপুর ২টোয় পুজোর পর প্রসাদ বিতরণ করা হবে। এদিনও সন্ধ্যা আরতি ও শীতল ভোগ দেওয়া হবে রাত ৯টায়।
৪ নভেম্বর ২০২৪, সোমবার সকাল ৭টায় দেবীর নিরঞ্জনের পুজো হবে। সেদিন নিবেদন করা হবে দধিকর্মা। বিকাল ৪টায় গঙ্গা বক্ষে বড়কালী মায়ের প্রতিমার নিরঞ্জন হবে। তার আগে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। বড়কালী পুজো চলাকালীন অর্থাৎ বুধবার ৩০/১০/২৪ থেকে সোমবার ৪/১১/২৪ পর্যন্ত মূল মন্দির বন্ধ থাকবে সর্বসাধারণের জন্য।
আরও পড়ুন :
নৈহাটির বড় মা-র কাছে কালীপুজোয় অঞ্জলি দেবেন? কখন পৌঁছতে হবে ? মানতে হবে কী নিয়ম?