সঞ্চয়ন মিত্র, কলকাতা: সংস্কারের পাশাপাশি করা হচ্ছে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়ন। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম পর্যায়ের সংস্কারের কাজ। পুণ্য পুকুরকে জুড়ে নেওয়া হয়েছে মূল মন্দিরের সঙ্গে। আমূল বদলে যাচ্ছে কালীঘাট মন্দির (Kalighat Temple)।


 আমূল বদলে যাচ্ছে কালীঘাট মন্দির


কালীপুজোর আগে কালীঘাট মন্দিরের সংস্কারের প্রথম পর্যায়ের কাজ শেষ হল। পুণ্য পুকুরকে মন্দিরের সঙ্গে জুড়ে নেওয়া হয়েছে। পবিত্র ও পরিচ্ছন্ন রাখতে অনেক কিছু করা হয়েছে। সেজে উঠেছে কালীঘাট মন্দির। প্রথম পর্যায়ের সংস্কারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।


সাজিয়ে তোলা হয়েছে পোড়া মাটির কারুকাজে


এই পর্যায়ে সংলগ্ন কুণ্ড বা পুণ্য পুকুরকে মন্দিরের সঙ্গে জুড়ে নেওয়া হয়েছে এবং তাকে ঘিরে করা হয়েছে অপূর্ব সৌন্দর্যায়ন। পুকুরের চারপাশ সাজিয়ে তোলা হয়েছে পোড়া মাটির কারুকাজে। একাধিক মূর্তি বসানো হয়েছে। এর পাশাপাশি, পুকুরের ঘাটটি নতুন করে তৈরি করা হয়েছে। জল পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ ফোয়ারা এবং ট্রিটমেন্ট প্লান্ট বসানো হচ্ছে।


'মুখ্যমন্ত্রী এটা জায়গাটা দিয়েছেন, তাঁর নির্দেশেই উন্নয়নের কাজ হচ্ছে'


কালীঘাট মন্দির কমিটির ভাইস প্রেসিডেন্ট বাবলু হালদার বলেছেন, মুখ্যমন্ত্রী এটা জায়গাটা দিয়েছেন। তার নির্দেশেই উন্নয়নের কাজ হচ্ছে। আগামী দিনে মন্দির সংস্কার হবে। আমূল বদলে যাচ্ছে কালীঘাট মন্দির।আগামী দিনে মন্দিরের চেহারা কেমন হবে, তা এই অ্যানিমেশনে তুলে ধরা হয়েছে।মন্দিরের সংস্কার-সৌন্দর্যায়নের পাশাপাশি পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।ইতিমধ্যেই ভোগ ঘর সংস্কার হয়েছে। মূল মন্দিরের সঙ্গে আশপাশের মন্দিরগুলোও সংস্কার করা হবে। সেজে উঠেছে কালীঘাট মন্দির।


কালীঘাট মন্দিরে তারকা


প্রসঙ্গত, এবার মহালয়ার পুণ্য লগ্নে কালীঘাট মন্দিরে সাধারণ দর্শনার্থীদের সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের তারকা অভিনেত্রী বিদ্যা বালানকে।  বাঙালি সাজে মন্দিরে হাজির হয়েছিলেন 'কাহানি' অভিনেত্রী। খালি পায়ে মন্দিরের সামনের গেট দিয়েই বাকিদের মতো প্রবেশ করেন তিনি। পুজো দিয়েছিলেন। কলকাতায় অভিনেত্রী এসেছিলেন একাধিক কাজ নিয়ে।


আরও পড়ুন, ঘুমপাড়ানি গুলিতেই কাবু, আহত দাঁতালের পায়ের ক্ষত সারাল বন দফতর


তবে যখনই আসেন, তখনই কালীঘাটে পুজো নিশ্চিতভাবে দেন, জানিয়েছিলেন অভিনেত্রী। পরনে লাল শাড়ি, চুল তুলে খোঁপা করে হাতে পুজোর ডালা নিয়ে দেখা গিয়েছিল তাঁকে। স্বাভাবিকভাবেই সাত সকালে মন্দিরে বলি তারকাকে দেখে উচ্ছ্বসিত মেতে উঠেছিল সাধারণ মানুষ। অনেকেই কথা বলতে চান, ছবি তুলতে চান। মিটিয়েছেন সেলফির আবদারও।