নয়াদিল্লি: চাঁদ প্রায় হাতের মুঠোয়। এবার লক্ষ্য সূর্য। তার জন্য় কোমর বেঁধে নেমে পড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। 


পৃথিবীতে প্রাণের সঞ্চার এবং তার অগ্রগতির মূল কারণ সূর্য (Sun)। সৌরজগতের (Solar System) মধ্যমণিও বটে। আর এই সূর্য ঘিরেই রয়েছে নানা কৌতূহল। ফলে সূর্যের বিষয়ে আরও নানা তথ্য সংগ্রহের চেষ্টা দীর্ঘদিন ধরেই করে চলেছেন বিজ্ঞানীরা। সেই দৌড়ে ভারতের মহাকাশবিজ্ঞানীরাও।


সৌর অভিযানের সেই ঘোষণা করেছে ISRO. Aditya L-1 Mission ঘোষণা করা হয়েছে। PSLV-C57 এর মাধ্যমে এটি লঞ্চ করা হবে। সৌর অভিযানের মূল মহাকাশযান এখন রয়েছে শ্রীহরিকোটায়। লঞ্চ ভেহিক্যালের সঙ্গে ইন্টিগ্রেশনের কাজ চলছে এখন। ঠিক কবে লঞ্চ করা হবে, তা এখনও ঘোষণা করেনি ISRO. এই উপগ্রহটি তৈরি হয়েছে বেঙ্গালুরুর  UR Rao Satellite Centre-এ।


ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে Aditya L-1 Mission- প্রথম সৌর অভিযান। Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। এই অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযান থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবেন  Aditya L-1. গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে। 


 






কী লক্ষ্য এই অভিযানের?
সূর্যের আপার ডায়নামিক্স নিয়ে তথ্য সংগ্রহ করবে Aditya L-1. ক্রোমোস্ফিয়ার এবং কোরোনা নিয়েও গবেষণা করবে। সূর্যের তাপমাত্রা নিয়েও তথ্য সংগ্রহ করবে।  partially ionised plasma, Sun Flares নিয়েও তথ্য সংগ্রহ করবে। সূর্য কীভাবে তাপ উৎপন্ন করে সেই তথ্য নিয়েও গবেষণা করবে এই Aditya L-1.


এর সঙ্গেই সূর্যের চৌম্বকীয় তরঙ্গ (Solar Magnetic Field) নিয়েও নিরীক্ষা চালাবে ISRO. সৌর বায়ু বা Solar Wind এবং সৌর ঝড় নিয়েও তথ্য সংগ্রহ করবে ইসরোর এই অভিযান। 


একাধিক পো-লোড:
মোট সাতটি পে-লোড থাকবে Aditya L-1-এ। এর মধ্যে চারটি সূর্যের থেকে তথ্য সংগ্রহ করবে। মূলত ক্রোমোস্ফিয়ার ও কোরোনা নিয়ে গবেষণা করবে। বাকি তিনটি আরও অন্যান্য কাজে লাগানো হবে।


 আরও পড়ুন: চাঁদের কক্ষপথেও ট্রাফিক জ্যাম, চন্দ্রযানকে টক্কর দিতে আগেই চন্দ্রপৃষ্ঠ ছুঁতে পারে রাশিয়ার লুনা