নয়া দিল্লি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) মুকুটে জুড়ল আরেকটি পালক। চাঁদের (Moon) কক্ষপথ থেকে চন্দ্রযান-৩ এর প্রপালশন মডিউল (Propulsion Module-PM) সফলভাবে পৃথিবীতে (Earth) ফিরিয়ে আনল ইসরো।                       


মিশন শেষ করে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে চন্দ্রযানের এই অংশ। বিক্রম ল্যান্ডারকে চাঁদের এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে নিয়ে যাওয়ার পর এটি ইসরোর আরেকটি অর্জন। ইসরো আগামী মিশনগুলির জন্য কাজ করছে, যার জন্য সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে।                                                              


একটি বিবৃতিতে ইসরো জানিয়েছে, 'এটি আরেকটি অনন্য পরীক্ষানিরীক্ষা। বিক্রম ল্যান্ডারের ওপর যেমন HOP পরীক্ষা করা হয়েছিল। এটিও কিছুটা তেমনই। চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউলকে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনা হল।' ইসরোর প্রাথমিক পর্যায়ে লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং এর মাধ্যমে চন্দ্রযান-৩-কে নামানো। এরপর একটি হপ এক্সপেরিমেন্টও করে ইসরো। এই পরীক্ষার মাধ্যমে বিক্রমের ইঞ্জিনকে সচল করে তাকে চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ থেকে ৪০ সেমি তুলে আগের জায়গা থেকে ৪০ সেন্টিমিটার দূরে ফের অবতরণ করানো হয়েছিল।                                                                                      



আরও পড়ুন, 'ভারতই প্রথম, ওদের অভিনন্দন জানাই', চন্দ্রযান-৩-এর সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা NASA কর্তার


উল্লেখ্য, গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাশূন্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। এই পরীক্ষা নিঃসন্দেহে ইসরোর মুকুটে সাফল্যর আরেকটি পালক। কারণ, এতদিন মহাকাশ বা চাঁদে সফলভাবে রকেট নিক্ষেপ করতে সক্ষম হয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। তবে এবার মহাকাশ থেকে পৃথিবীতে মডিউল ফেরানোর চ্যালেঞ্জও সফলভাবে করতে সক্ষম হয়েছে।                                      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে