Chewing Gum: চুইংগাম থেকে শরীরে ঢুকছে প্লাস্টিক! মারণ রোগ বাসা বাঁধছে দেহের ভিতরে, রিপোর্টে চাঞ্চল্য!
Science News: বিজ্ঞানীদের দাবি, আপনি প্রায়ই যে চুইংগাম চিবোতে থাকেন, তার মাধ্যমেও শরীরে ঢোকে শয়ে শয়ে প্লাস্টিকের কণা।

নয়া দিল্লি: সম্প্রতি একাধিক গবেষণায় দেখা গিয়েছিল বিভিন্ন খাবার থেকে দেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করতে পারে। এবার গবেষণায় দেখা গেল চুইংগাম থেকেই হাজার হাজার মাইক্রো প্লাস্টিক ঢুকে পড়ছে দেহে। বিজ্ঞানীদের দাবি, আপনি প্রায়ই যে চুইংগাম চিবোতে থাকেন, তার মাধ্যমেও শরীরে ঢোকে শয়ে শয়ে প্লাস্টিকের কণা।
চুইংগাম শুধুমাত্র সতেজ থাকতে এবং স্বাদের জন্য চিবানো হয় না, এটি মানুষের অভ্যাস এবং জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সব বয়সের মানুষের, বিশেষ করে ছোটদের মধ্যে চুইংগাম খাওয়ার অভ্যাস দেখা যায়।কিন্তু এই চুইংগাম চিবানো যে মোটেই স্বাস্থ্যকর নয়।
চুইংগাম শরীরের মারাত্মক ক্ষতি করে। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন যে, চুইংগামে উপস্থিত মাইক্রোপ্লাস্টিক লালায় দ্রবীভূত হয় এবং শরীরে পাকাপাকি ঘাঁটি গাড়তে পারে। ওই গবেষণায় দেখা গিয়েছে, চুইংগাম চিবানোর সময় হাজার হাজার ক্ষুদ্র প্লাস্টিকের কণা মুখের ভিতরে দ্রবীভূত হয়। এই মাইক্রো প্লাস্টিক শরীরে প্রবেশ করে স্বাস্থ্যের জন্য মারাত্মক বিবিধ রোগ সৃষ্টি করতে পারে।
আসলে চুইংগাম মূলত তিনটি জিনিস দিয়ে তৈরি। একটি রাবারি বেস (পলিমার), মিষ্টি এবং স্বাদ বর্ধক উপাদান। যা চিবানোর সময় মাইক্রোপ্লাস্টিক নির্গত করে। গবেষকরা বাজার চলতি বিভিন্ন ব্র্যান্ডের চুইংগাম চিবানোর পর লালা পরীক্ষা করেছেন।
বিশেষ করে যখন ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম চিবানো হয়, তখন শরীরে এই ক্ষতিকারক উপাদানগুলির মাত্রা আরও বেড়ে যায়। বেশিরভাগ চুইংগাম সিন্থেটিক রাবার এবং প্লাস্টিকের তৈরি। ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম চিবোলে শরীরে এই ক্ষতিকারক উপাদানগুলির মাত্রা আরও বেড়ে যায়। যা শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক। একাধিক মারাত্মক রোগের প্রকোপ দিতে পারে। ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায়।
পরিপাকতন্ত্রের উপরে প্রভাব: এই কণাগুলি অন্ত্রে জমা হতে পারে এবং পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে।
হরমোনের পরিবর্তন: মাইক্রো প্লাস্টিকে উপস্থিত রাসায়নিক শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।
দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা: শরীরে প্লাস্টিক জমে রোগ প্রতিরোধ ক্ষমতার উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।






















