এক্সপ্লোর
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সামনে থেকে সিএসকে-কে নেতৃত্ব দিতে পারেনি, ধোনিকে নিশানা গম্ভীরের
গতকাল ধোনি শারজার মাঠে নিজে সাত নম্বরে নামেন, ওপরে তুলে আনেন স্যাম কুরান, নতুন মুখ রুতুরাজ গায়কোয়াড় , কেদার যাদবকে। অথচ রান রেট চড়চড় করে বাড়ছিল!

মুম্বই: গতকাল আইপিএল ২০২০-র দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (আরআর) কাছে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) পরাজয়ের পর আঙুল উঠে গেল মহেন্দ্র সিংহ ধোনির দিকে। সামনে থেকে দলকে ধোনি নেতৃত্ব দিতে পারেননি বলে অভিযোগ করলেন গৌতম গম্ভীর। যেভাবে মাহির দলকে ২১৭ রানের টার্গেট তাড়া করে শেষ পর্যন্ত ১৬ রানে হারতে হল, সেজন্য স্বয়ং সিএসকে অধিনায়ককেই নিশানা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। গম্ভীর বলেছেন, ধোনি ফাইনাল ওভারে জ্বলে উঠলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। সেই ওভারে তিনটে ছক্কা হাঁকান ধোনি। গম্ভীরের কটাক্ষ, ওগুলি ধোনির নিজের রান! গতকাল ধোনি শারজার মাঠে নিজে সাত নম্বরে নামেন, ওপরে তুলে আনেন স্যাম কুরান, নতুন মুখ রুতুরাজ গায়কোয়াড় , কেদার যাদবকে। অথচ রান রেট চড়চড় করে বাড়ছিল! ১৫-তম ওভারে যখন ধোনি নামেন, তখন ১০০-র বেশি প্রয়োজন সিএসকের। কিন্তু তখনও ধোনির মধ্যে দ্রুত রান তোলার তাগিদ দেখা যায়নি, তিনি সিঙ্গলস নিয়েই যেন সন্তুষ্ট ছিলেন। ১৮-তম ওভারের শেষে ১২ রানের মধ্যে ধোনির ৯। ২০-তম ওভারে প্রথম ছয়টি মারেন তিনি। আরও ২টি বিশাল ছক্কা মারেন। কিন্তু তখন সিএসকে ম্যাচটা হেরে বসে আছে। গম্ভীরকে উদ্ধৃত করে একটি ক্রিকেট ওয়েবসাইট বলেছে, আর কেউ এটা করলে, অন্য কোনও ক্যাপ্টেন সাত নম্বরে ব্যাট করতে নামলে অনেক কথা, সমালোচনা হত। কিন্তু সম্ভবত লোকটা ধোনি বলে কেউ এ নিয়ে কিছু বলছে না। সুরেশ রায়না যখন নেই, তখন লোককে দেখানো হচ্ছে, স্যাম কুরান, রুতুরাজ গায়কোয়াড়, কেদার যাদব, ফাফ ডু প্লেসি, মুরলি বিজয়-সকলে তোমার চেয়ে ভাল! ধোনি সাতে ব্যাট করতে যাচ্ছে? গায়কোয়াড়, কুরান তাঁর আগে! কোনও মানে হয় না। আরে তোমার তো সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু এটাকে সামনে থেকে লড়াই করা বলে না। ২১৩ (২১৭)? তাড়া করে সাত নম্বরে নামা মানে ওখানেই ম্যাচ খতম হয়ে যাওয়া। ফাফ সম্ভবত একমাত্র যোদ্ধা ছিল। হ্য়াঁ, বলতে পারেন, ধোনি শেষ ওভারে তিনটে ছক্কা মেরেছি, কিন্তু তাতে লাভ হয়নি। সত্যি বলতে কী, ওটা শুধু ওর নিজস্ব রান। তবে ধোনি নিজে বলেছেন, দীর্ঘদিন ব্যাট করিনি। ১৪ দিনের কোয়ারান্টিনে লাভ হয় না। তাছাড়া কিছু পরীক্ষানিরীক্ষাও করতে চেয়েছিলাম। সুযোগ দিতে চেয়েছিলাম স্যামকে। নানারকম এদিকওদিক করার সুযোগ আছে। কাজে না লাগলে সবসময় পুরানো জায়গায় ফিরে যাওয়ায় রাস্তা তো আছেই। সিএসকের হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, প্রতি বছরই প্রশ্নটা শুনতে হয়। কিন্তু সিএসকে অধিনায়কের সেরাটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। বলেছেন, বেশি ক্রিকেট খেলে কিন্তু আসেনি ও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















