মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। আইপিএলেও (IPL) খেলেন না। ধারাভাষ্যকার হিসাবে দেখা যাচ্ছে সুরেশ রায়নাকে (Suresh Raina)। পাশাপাশি ব্যবসাও শুরু করেছেন চেন্নাই সুপার কিংসের (CSK) প্রাক্তন তারকা। ফলে অবসর চুটিয়ে উপভোগ করছেন ভারতীয় দলের প্রাক্তন এই তারকা ক্রিকেটার। সিনেমাও করছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। যেখানে তিনি গানও গাইবেন।


রায়না বলেছেন, 'আমার কাছে একটি সিনেমা রয়েছে। আমি পরিকল্পনা করছি আগামী বছর যাতে তা মুক্তি করা যায়। একটি মধ্যবিত্ত পরিবারের ছেলের গল্প। যেখানে থাকবে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কতটা দায়িত্ব নেয়। এবং তাদের কষ্টকর জীবন যাপন।' যদিও ছবির নাম এবং এখানে কাকে অভিনয় করতে দেখা যাবে তা তিনি প্রকাশ করেননি। মনে করা হচ্ছে কোনও ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউবে মুক্তি পেতে পারে ছবিটি। পাশাপাশি এও মনে করা হচ্ছে হিন্দিতেই এই ছবিটি হবে।


ব্যাট হাতে একসময় মাঠ কাঁপাতেন তিনি। তবে বেশ কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। ভারতীয় ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন দিনকয়েক আগে। তবে এবার নতুন ইনিংসের সূচনা করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। অবশ্য এই ইনিংসে তাঁকে ব্যাট, প্যাড হাতে নয়, বরং দেখা যাবে হাত, খুন্তি হাতে। আমস্টারডামে নিজের রেস্তোরাঁ খুললেন রায়না।


রায়নার রেস্তোরাঁ


আমস্টারডামে রায়না নিজের রেস্তোরাঁর নাম রেখেছেন 'রায়না ইন্ডিয়ান রেস্তোরাঁ' (Raina Indian Restaurant)। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই নিজের রেস্তোরাঁ খোলার কথা ঘোষণা করেন। ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের না না খাবার পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। সোশ্যাল মিডিয়ায় রায়না লেখেন, 'আমস্টারডামে রায়না ইন্ডিয়ান রেস্তোরাঁর উদ্বোধন করতে পেরে আমি উচ্ছ্বসিত। এই রেস্তোরাঁর মাধ্যমেই আমার খাবার তৈরি এবং খাওয়ার প্রতি ভালবাসাটা সকলের সামনে তুলে ধরব। ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের খাবার সরাসরি ইউরোপে নিয়ে আসাটাই আমার লক্ষ্য।'


 






আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial