ইসলামাবাদ : পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) সরগরম। না ক্রিকেটের জেরে নয়, বয়স ভাঁড়ানোর বিতর্কের জেরে। পিএসএলে এক ক্রিকেটারের অভিষেক ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। খাতায় কলমে ক্রিকেটার আইমাল খানের বয়স ১৬। যে তথ্য পেয়ে সকলেই কার্যত থ বনে গিয়েছেন। কারণ ক্রিকেটারটির গালে ভাঁজ থেকে শুরু খানিক বয়সের ছাপ স্পষ্ট। সেখানে কীভাবে একজন ক্রিকেটারের বয়স ১৬ হয়, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। 


বিতর্কে আইমাল খান


পাকিস্তান সুপার লিগের ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচ আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে। যে ম্যাচে ইসলামাবাদ ফ্র্যাঞ্চাইজি জিতলেও আলোচনার কেন্দ্রে কোয়েটা ফ্র্যাঞ্চাইজির হয়ে পিএসএলে অভিষেক হওয়া আইমাল খানের। খাতায় কলমে যাঁর বয়স ১৬ বলেই উল্লেখ। যে ক্রিকেটারটির ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করে পাকিস্তানের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক প্রশ্ন তুলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বয়স ভাঁড়ানোর বিষয়টি সত্যিই গুরুত্ব দিয়ে দেখা উচিত। আইমাল খানের (Aimal Khan) বয়স অন্তত ২০ বছর বলেই মনে করা হচ্ছে। দেখে প্রায় সকলেরই পর্যবেক্ষণ কিশোর তো ননই, বরং ক্রিকেটারটির বয়স কুড়ির কোটায়।এদিকে অভিষেক ম্যাচটি মোটেই ভাল যায়নি ক্রিকেটারটির। অভিষেক ম্যাচেই ৪ ওভারে ৫৫ রান দিয়েছেন আইমাল খান। 






পাকিস্তান ক্রিকেটে টানা


পাকিস্তান ক্রিকেটে বয়স ভাঁড়ানো বিতর্ক নতুন নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালীন প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা যে কাজ বন্ধ করার জন্য প্রবল উদ্যোগ নিয়েছিলেন। পিসিবি-র চেয়ারম্যান থাকাকালীন যে কাজ করতে চেয়েছিলেন তিনি। বয়স যাচাইয়ের বিজ্ঞানসম্মত পরীক্ষা-নিরীক্ষা শুরু করার পক্ষেই সওয়াল করেছিলেন তিনি। 


পাকিস্তান ক্রিকেট কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল ইফতিকার আহমেদ-র ইস্যু নিয়ে। ২০২২ টি ২০ বিশ্বকাপের সময় যাঁকে প্রবলভাবে ট্রোলড হতে হয়েছিল বয়সের জেরে। টেলিভিশনে যেখানে বলা হচ্ছিল তাঁর বয়স ৩২, সেখানে সোশ্যাল মিডিয়ায় কার্যত 'চাচু' নাম দিয়ে তাঁকে ট্রোল করার পরে অনেকেরই পর্যবেক্ষণ ছিল, তাঁর বয়স নিদেনপক্ষে ৪০-র নিচে। প্রসঙ্গত, শাহিদ আফ্রিদি যখন খেলা শুরু করেন তখনও তাঁর বয়স নিয়ে একাধিক বিভ্রান্তি তৈরি হয়েছিল। যে প্রসঙ্গে পরে বয়স-বিতর্কের বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছিলেন তিনি। মেনে নিয়েছিলেন, তাঁর বয়স নিয়ে একাধিক মতপার্থক্য রয়েছে।


আরও পড়ুন- অধিনায়ক হিসাবে আইসিসি ট্রফি জয়ের ব্যর্থতা নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি