দোহা: বিশ্বকাপে স্বপ্নপূরণ লিওনেল মেসির (Lionel Messi)। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina vs France)। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ লা আলবিসেলেস্তেদের। এক ঝলকে রইল আকর্ষণীয় কিছু পরিসংখ্যান।



  • ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ফের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। তৃতীয়বারের জন্য।

  • ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা। ইতালি ছাড়া (১৯৩৮ সালের পর ১৯৮২, ৪৪ বছর পর) এতদিনের ব্যবধানে আর কোনও দেশ বিশ্বকাপ জেতেনি।

  • এই নিয়ে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন দেশ পরেরবার ফাইনালে হারল। ফ্রান্স ২০১৮-র পর ২০২২ সালে ফাইনালে হারল। ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯০ সালে ফাইনালে হেরেছিল আর্জেন্তিনা। ১৯৯৪ সালে বিশ্বকাপ জেতার পর ১৯৯৮ সালে ফাইনালে হেরেছিল ব্রাজিল।

  • বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার টাইব্রেকারে জিতল আর্জেন্তিনা। মোট ৬বার টাইব্রেকারে জিতল তারা। ১৯৯৪ সালে ব্রাজিল ও ২০০৬ সালে ইতালির পর ফের কোনও দেশ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে জিতল।

  • ১৯৭৪ সালে জার্মানি ও নেদারল্যান্ডসের পর এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে যুযুধান ২ দলই পেনাল্টি থেকে গোল করল।

  • ২০২২ বিশ্বকাপে মোট ১৭২ গোল হল। বিশ্বকাপে সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ ও ২০১৪ বিশ্বকাপে ১৭১টি করে গোল হয়েছিল।

  • বিশ্বকাপের ফাইনালে প্রথম দল হিসাবে একটা অর্ধে বিপক্ষের গোল লক্ষ্য করে কোনও শট নিতে পারেনি ফ্রান্স।

  • মেসিই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার যাঁর গ্রুপ পর্বে, প্রি কোয়ার্টার ফাইনালে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে ও ফাইনালে গোল করার নজির রয়েছে।

  • বিশ্বকাপে ২১টি গোলে অবদান রয়েছে মেসির। ১৩টি গোল করেছেন। ৮টি গোলে সহায়তা করেছেন।

  • লোথার ম্যাথেউজের (২৫ ম্য়াচ) রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি।

  • প্রথম সারির টুর্নামেন্টে আর্জেন্তিনার হয়ে ২৬ গোল হয়ে গেল মেসির। ১৩টি বিশ্বকাপে ও ১৩টি কোপা আমেরিকায়। রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিলেন। লাতিন আমেরিকার প্রথম প্লেয়ার হিসাবে দুই বড় টুর্নামেন্টে ২৫টি গোল ছিল রোনাল্ডোর।

  • ব্রাজিলের ভাভা (১৯৫৮ ও ১৯৬২), পেলে (১৯৫৮ ও ১৯৭০), পল ব্রিটনার (১৯৭৪ ও ১৯৮২) এবং জিনেদিন জিদানের (১৯৯৮ ও ২০০৬)-এর পর কিলিয়ান এমবাপে দুটি বিশ্বকাপের ফাইনালে গোল করার নজির গড়লেন।

  • এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে যুযুধান দুই দলের একজন করে ফুটবলার অন্তত ২টি করে গোল করলেন। মেসি (২) ও এমবাপে (৩টি)।

  • ১৯৬৬ সালের ফাইনালে জেফ হার্স্টের হ্যাটট্রিকের পর এমবাপে দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন।

  • মারিও জাগালো (১৯৭০ সালে বিশ্বকাপ ও ১৯৯৭ সালে কোপা আমেরিকা) ও কার্লোস আলবার্তো পেরেরা (১৯৯৪ সালে বিশ্বকাপ ও ২০০৪ সালে কোপা আমেরিকা)-র পর তৃতীয় কোচ হিসাবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের নজির গড়লেন লিওনেল স্কালোনি।


আরও পড়ুন: অবশেষে মেসির স্বপ্নপূরণ, তৃতীয়বার বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা