হাংঝৌ: ভারতীয় পুরুষ হকি দল এশিয়ান গেমসে (Asian Games 2023) নিজেদের অনবদ্য ফর্ম বজায় রাখল। পুল 'এ'-তে শীর্ষে থাকা দুই দল আজ একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (India vs Pakistan) ১০-২ গোলে হারাল ভারতীয় হকি দল। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh) চারটি গোল করেন। এছাড়া বরুণ কুমারও জোড়া গোল করেন। এটিই আবার ললিত কুমার উপাধ্যায়ের ১৫০তম ম্যাচ ছিল।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা ছিল। কিন্তু শেষমেশ একপেশেভাবে জয় পেল ভারত। হরমনপ্রীত সিংহ শুরু থেকেই লম্বা লম্বা পাস দিয়ে পাকিস্তানের উপর চাপ তৈরি করা শুরু করেন। ডানদিক থেকে জার্মানপ্রীত ও হরমনপ্রীতের বোঝাপড়ার ভুলে বড় গোলের সুযোগ হাতছাড়া হয়। তবে মনদীপ সিংহ ম্যাচের অষ্টম মিনিটে ভারতকে গোল করে এগিয়ে দেন। গোলকিপার কৃষণ বাহাদুর পাকিস্তানের পেনাল্টি কর্নার বাঁচিয়ে দেন। ঠিক তার পরপরই ১১তম মিনিটে হরমনপ্রীত পেনাল্টি থেকে ভারতকে দুই গোলে এগিয়ে দেন। ২-০ এগিয়েই প্রথম কোয়ার্টার শেষ করে ভারত।
দ্বিতীয় কোয়ার্টারে হরমনপ্রীত দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ১৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল পান তিনি। পাকিস্তান বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে বটে। তবে ভারতীয় রক্ষণ পাক দলকে রুখতে সক্ষম হয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সুমিত ভারতের চতুর্থ গোলটি করেন। প্রথমার্ধ পরেও, ভারতীয় দলের গোলের খিদে কিন্তু এতটুকুও কমেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরপরই ভারতীয় দল পাক রক্ষণের ভুলে পেনাল্টি কর্নার পায়। সেখান থেকে গোল গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন হরমনপ্রীত সিংহ। ঠিক তার মিনিট খানেক পরেই আবার পাকিস্তানের জালে বল জড়িয়ে দেন হরমনপ্রীত।
ম্যাচের ৩৮তম মিনিটে মহম্মদ খান পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের হয়ে প্রথম গোলটি করেন। তবে তার তিন মিনিট পরেই সুখজিৎ-র পাস থেকে বরুণ কুমার ভারতের হয়ে স্কোর ৭-১ করেন। পাকিস্তান আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল পায়। এবার পড়শি দলের হয়ে গোল করেন আব্দুল রানা। ৭-২ স্কোরে তৃতীয় কোয়ার্টার শেষ করে ভারত। চতুর্থ কোয়ার্টারের শুরুতে শামসের সিংহ দুরন্ত এক পাস পেয়ে দুরন্ত শটে গোল করেন। নিজের ১৫০তম ম্যাচে এরপর ললিত কুমারও স্কোরশিটে নিজের নাম তোলেন।
ম্যাচ শেষের আগে ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বরুণ কুমার নিজের দ্বিতীয় ও ভারতের হয়ে দশম গোলটি করেন। ১০-২ শেষ হয় ম্যাচটি। এরপর সোমবার, ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন হরমনপ্রীতরা। এই প্রথমবার ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে দশ গোল করল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: টেবিল টেনিসে ইতিহাস, মহিলাদের ডাবলসে ভারতের প্রথম পদক সুনিশ্চিত করলেন বাংলার দুই প্যাডলার