হাংঝাউ : এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে 'সেঞ্চুরি' হাঁকানো নিশ্চিত করে ফেলল ভারত। চিনে আয়োজিত ভারতীয় অ্যাথলিটরা ১৯ তম এশিয়ান গেমসে থেকে ১০০-র বেশি পদক নিয়ে দেশে ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা (Indian Athletes)। এশিয়ান গেমস প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথমবার পদকের শতরান হাঁকাচ্ছে ভারত। 


ইতিমধ্যে ৯১ টি পদক জিতে ফেলেছেন ভারতীয় অ্যাথলিটরা। পাশাপাশি পাকা হয়ে গিয়েছে আরও ৯ টি পদক। যার জেরে পদকতালিকায় খাতায়-কলমে সেঞ্চুরি হাঁকানো ভারতের ক্ষেত্রে শ্রেফ সময়ের অপেক্ষা। আপাতত ভারতীয় ক্রীড়াপ্রেমীরা আশা রাখছেন আরও বেশি পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করবেন অ্যাথলিটরা।


এখনও পর্যন্ত ২০১৮ এশিয়ান গেমসে জেতা ৭০ টি পদক ছিল ভারতের পক্ষে সর্বোচ্চ। সেই সংখ্যা আগেই ভেঙে রেকর্ড গড়েছিল ভারতীয় অ্যাথলিটরা। এবার ঐতিহাসিক পদক-শতরানও হাঁকিয়ে ফেলল ভারত। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ১৬ টি সোনা, ২৩ টি রুপো ও ৩১ টি ব্রো়ঞ্জ, মোট ৭০ পদক জিতেছিল ভারত।


আর এবারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ২১ টি সোনা, ৩৩ টি রুপো ও ৩৭ টি ব্রোঞ্জ ইতিমধ্যে জিতে নিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। ঝুলিতে এসে গিয়েছে ৯১ টি পদক। এদিকে, তিরন্দাজিতে ৩ পদক ও কবাডিতে ২ পদক ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে ভারত। পাশাপাশি হকি, ব্রিজ, ব্যাডমিন্টন ও ক্রিকেটে আরও একটি করে পদক পাকা। যার মধ্যে কটি সোনার পদক দেশের ঝুলিতে আসে, সেদিকেই তাকিয়ে ক্রীড়াপ্রেমীরা।                                                                         


 






আরও পড়ুন- ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল, বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial