হাংঝৌ: ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টির (Chirag Shetty) জুটি। ভারতকে এশিয়ান গেমসের (Asian Games 2022) ইতিহাসে ব্যাডমিন্টন থেকে প্রথমবার স্বর্ণপদক এনে দিলেন এই তারকা শাটলার জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়ার ওনহো কিম এবং চইকে ২১-১৮ , ২১-১৬ স্কোরলাইনে স্ট্রেট গেমে হারান ভারতীয় শাটলার জুটি। এটি ১৯তম এশিয়ান গেমসের ১৪তম দিনে ভারতের চতুর্থ স্বর্ণপদক।


দক্ষিণ কোরিয়ানরা কিন্তু প্রথম গেমে এগিয়েই ছিলেন। এক সময় ১৮-১৫ স্কোরলাইনে এগিয়ে ছিলেন দক্ষিণ কোরিয়ার জুটি। তবে ভারতীয় জুটি দুরন্ত প্রত্যাবর্তন ঘটায়। সাত্ত্বিকরা নাগাড়ে ছয় পয়েন্ট জিতে প্রথম গেম নিজেদের নামে করেন। এই দুরন্ত প্রত্যাবর্তনের পর ভারতীয় জুটিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তুলনামূলক সহজে দ্বিতীয় গেম জিতে ম্যাচ ও সোনার পদক নিশ্চিত করে ভারতের তারকা শাটলার জুটি।


 






চলতি এশিয়ান গেমসে অবশ্য ব্যাডমিন্টন থেকে এটাই ভারতের প্রথম পদক নয়। সিঙ্গেলস বিভাগে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতে নেন এইচএস প্রণয়। ১৯৮২-র এশিয়াডের ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সৈয়দ মোদি। তারপর ৪১ বছরের দীর্ঘ প্রতিক্ষা। সেই চার দশকের প্রতিক্ষার অবসান ঘটালেন প্রণয়।


১৯তম এশিয়ান গেমসের (Asian Games) শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ৩১ বছরের প্রণয়। যদিও সেমিফাইনালের মঞ্চে হোঁচট খেতে হয়েছে ভারতীয় শাটলারকে। শীর্ষ বাছাই চিনের লি শি ফেংয়ের কাছে স্ট্রেট সেটে শেষ চারের ম্যাচে হেরে গিয়েছিলেন এইচএস প্রণয়। যার জেরে থমকে যায় সোনার স্বপ্ন। সেমিফাইনালে হারের জেরে ব্রোঞ্জ পদক নিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। সাত্ত্বিক ও চিরাগ পদক জেতায় এবারের এশিয়ান গেমস থেকে মোট চারটি পদক জিতে নিলেন ভারতীয় শাটলাররা। 


 আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সেঞ্চুরি! কবাডিতে সোনা জিতলেন ভারতীয় মেয়েরা, চলতি এশিয়ান গেমসে শততম পদক জিতল ভারত