কলকাতা: চোট-আঘাতের সমস্যায় জর্জরিত এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবু ঘরের মাঠে অসাধারণ ও উজ্জীবিত ফুটবল খেলে এফসি গোয়াকে ২-১-এ হারিয়ে প্রথম লেগের হারের বদলা নিয়ে নিল তারা। দলের এই অবস্থা, যেখানে প্রায় চল্লিশ শতাংশ ফুটবলার চোট-আঘাতে স্কোয়াডের বাইরে, সেখানে এফসি গোয়ার মতো লড়াকু দলকে হারিয়ে লড়াইয়ে ফিরে আসাটা অবশ্যই কৃতিত্বে দাবি করতে পারে। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই অসাধারণ জয়ের ফলে লিগ টেবলের তিন নম্বরে উঠে এল গতবারের সেমিফাইনালিস্টরা। 


পেত্রাতোসকে বাহবা


ম্যাচের নয় মিনিটেই দিমিত্রিস পেত্রাতোস (Dimitri Petratos) গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন। তবে ২৫ মিনিটে আনোয়ার আলির গোলে ম্যাচে সমতা ফেরায় এফসি গোয়া। প্রথমার্ধ সমতায় শেষ হলেও, দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই এগিয়ে যায় সুবজ মেরুন। এটিকে মোহনবাগানকে ম্যাচে পুনরায় লিড এনে দেন  হুগো বুমোস (Hugo Boumous)। আর কোনও গোল না হওয়ায় ম্যাচ জেতে সবুজ মেরুন। দলের এতজন তারকা চোটের কবলে থাকা সত্ত্বেও গোয়ার মতো শক্ত প্রতিপক্ষকে হারানোয় উচ্ছ্বসিত এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। 


ম্যাচ শেষে তিনি অজি স্ট্রাইকার পেত্রাতোসকে বিশেষভাবে প্রশংসায় ভরান। ফেরান্দো বলেন, 'এই মরসুমে চোট আঘাতের ক্ষেত্রে আমাদের ভাগ্যটা একেবারেই সঙ্গ দিচ্ছে না। খেলোয়াড়রা প্রতিটি ম্যাচ খেলতে পারার মতো অবস্থাতেই নেই। গতমাসে আমাদের দলে চোটের ঢল নামে। বিগত দুই সপ্তাহ ধরে পেত্রাতোস উরুর চোটে ভুগছেন। ম্যাচের পারফরম্যান্স তো পরের কথা, সবার আগে দলের পরিস্থিতি সত্ত্বেও খেলোয়াড়রা এই ম্যাচে যা খাটা খাটনি করেছে, আমাকে তার প্রশংসা করতেই হবে। গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পরাজয়ের পরেও আমরা এই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম।' 


দীর্ঘ বিরতি


এরপর মুম্বই সিটির বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে এটিকে মোহনবাগান। তবে সেই ম্যাচের জন্য দুই সপ্তাহেরও অধিক সময় বাকি রয়েছে। ১৪ জানুয়ারি সেই ম্যাচ। সবুজ-মেরুন খেলোয়াড়দের ফিট হওয়ার জন্য বেশ খানিকটা সুযোগ রয়েছে। সেই ম্যাচ নিয়ে ফেরান্দোর বক্তব্য, 'আমাদের হাতে এখন বেশ কয়েকদিন সময় রয়েছে। তবে মুম্বই ম্যাচের জন্য আমাদের ভালভাবে প্রস্তুতি সারতে হবে। এখন আমাদের সবার আগে শারীরিকভাবে নিজেদের সারিয়ে তোলার দরকার। ফিজিওরা সেই উদ্দেশ্যেই প্রচুর পরিশ্রম করছেন।'


আরও পড়ুন: সকলের সঙ্গে দেখা করতে পারছি না, ক্ষমা করবেন, ভক্তদের উদ্দেশে বার্তা মেসির