কাবুল: মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার (Australia vs Afghanistan)। কিন্তু সেই সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারই অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে না তারা। এবার অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় আক্রমণ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অজি বোর্ডের সিদ্ধান্তকে 'মর্মান্তিক' বলেও বর্ণনা করা হল।                     

  


পাশাপাশি আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ব্যাপারে আইসিসি-র কাছে নালিশ করবে তারা। বিবৃতিতে লেখা হয়েছে, 'খেলার পরিবর্তে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে।'                                                     



সম্প্রতি আফগানিস্তানের মেয়েদের পড়াশোনা এবং চাকরি করার ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার প্রতিবাদেই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ বাতিল করল অজিরা। সংযুক্ত আরব আমিরশাহিতে ২০২৩ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তালিবানরা মেয়েদের শিক্ষা এবং চাকরিতে আরও বেশি কড়াকড়ি আরোপ করার কারণেই তারা মার্চে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ বাতিল করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড আফগানিস্তান সহ সারা বিশ্বে নারী এবং পুরুষদের জন্য খেলার বিকাশে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মহিলাদের উন্নতির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে সমর্থনের জন্য আমরা অস্ট্রেলীয় সরকারকে ধন্যবাদ জানাই।’


 




আইসিসি ওয়ান ডে সুপার লিগের পয়েন্ট তালিকায় ধাক্কা খাবে অস্ট্রেলিয়া। ওয়ান ডে সিরিজের পুরো ৩০ পয়েন্ট আফগানিস্তানকে দেওয়া হবে। তবে অজিদের জন্য তা খুব একটা উদ্বেগের বিষয় হবে না। কারণ ডেভিড ওয়ার্নাররা ইতিমধ্যেই অক্টোবরে ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপের সুপার লিগের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আট দেশের মধ্যে থেকে যোগ্যতা অর্জন করেছে।



আরও পড়ুন: Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ