কলকাতা: দেশে ক্রিকেট ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের জন্য সুখবর। কলকাতায় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল। ঠিক হল, ক্রিকেট ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করা হবে। আগে যা ছিল ৬০ বছর।


বোর্ডের এজিএমের জন্য কলকাতায় রয়েছেন দেশের সমস্ত শীর্ষ স্তরের ক্রিকেট কর্তা। শুক্রবার ইডেনে একটি প্রদর্শনী ম্যাচও খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহরা (Jay Shah)। সেই ম্যাচের পর সিএবি-র প্রবীণ স্কোরার গৌতম রায় বোর্ড কর্তাদের সঙ্গে দেখা করে অনুরোধ করেন যে, দেশে ক্রিকেট ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের অবসরের বয়স বাড়ানো হোক। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও এ ব্যাপারে তাঁকে আশ্বাস দেন। ব্যাপারটি নিয়ে বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসও। 


তারপরই শনিবার এজিএমে সিদ্ধান্ত হয় যে, ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের অবসরের সময়সীমা ৫ বছর বাড়ানো হবে। পাশাপাশি এজিএমে সিদ্ধান্ত হয়েছে যে, আইপিএল গভর্নিং কাউন্সিলে যুক্ত হবেন ব্রিজেশ পটেল ও এম কে জে মজুমদার। ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ICA)-র তরফে গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত হলেন প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা।


ওমিক্রনের (Omicron) ধাক্কায় পিছিয়ে গেল ভারতের দক্ষিণ আফ্রিকা (India vs SA) সফর। ছোট করা হল সফরের পরিধিও। আগে ঠিক ছিল, দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। কিন্তু এরই মাঝে হানা দিয়েছে ওমিক্রন। করোনার যে নতুন ভ্যারিয়ান্টের খোঁজ পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। উদ্বেগ বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা ভারতের কয়েকজনের শরীরের ওমিক্রনের সংক্রমণ হওয়ায়। সব মিলিয়ে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর ঘিরেই বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল।


পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, কোনও কোনও মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয় যে, ওমিক্রনের জেরে বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর না বাতিল হয়ে যায়। শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যে বিষয় নিয়ে আলোচনা চলল। বিকেলের দিকে জানা গেল যে, দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করছে না বোর্ড। তবে পাল্টাচ্ছে সময়সূচি। কিছুটা কাটছাঁটও করা হচ্ছে সফর।


আরও পড়ুন: ওরা বাইরে বল করছিল, আমি টানা স্টাম্পে রেখে গিয়েছি, সাফল্যের রহস্য ফাঁস করলেন সিরাজ


প্রথমে ঠিক ছিল, ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট খেলবেন কোহলিরা। তবে সেই ম্যাচ পিছোচ্ছে। এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বক্সিং ডে টেস্ট খেলেই সফর শুরু করবেন কোহলিরা। তিনটি টেস্ট ও তিনটি ওয়ান ডে ম্যাচ হলেও আপাতত স্থগিত রাখা হচ্ছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বোর্ড সূত্রে খবর, পরে ওই সিরিজ খেলার ব্যাপারে সম্মত হয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্তারা।