কলকাতা: দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হল বৃহস্পতিবার। দলে রাখা হয়েছে ১৫ ক্রিকেটারকে। যাঁদের মধ্যে সাতজন বাংলার। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে মনোজ তিওয়ারিকে। যিনি এখন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী।


সক্রিয় রাজনীতিতে যোগ দিলেও ক্রিকেট ছাড়েননি মনোজ। গত মরসুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেন। সেঞ্চুরিও করেন। সীমিত ওভারের ক্রিকেটে না খেললেও তিনি যে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন, জানিয়েছেন মনোজ। তারপরই তাঁকে দলীপ ট্রফির দলেও রাখা হল।


৮ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে দলীপ ট্রফি। এবার ফের আঞ্চলিক ফর্ম্যাটে করা হচ্ছে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাঁচিতে পূর্বাঞ্চলের দল নির্বাচন ছিল। বাংলার প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে ছিলেন শুভময় দাস। দলে সুযোগ পেয়েছেন বাংলার মোট সাত ক্রিকেটার। মনোজ ছাড়া বাকিরা হলেন সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদ, ঈশান পোড়েল ও আকাশ দীপ। চারজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। সেখানেও বাংলার সায়নশেখর মণ্ডলকে রাখা হয়েছে।


বাংলার নির্বাচক প্রধান শুভময় বলেছেন, 'দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। মনোজ পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবে বলে আমি খুব খুশি। ওর বিরাট অভিজ্ঞতা দলের কাজে লাগবে। পাশাপাশি বাংলার আরও ৬ ক্রিকেটার দলে সুযোগ পেয়েছে।'


 




দলীপ ট্রফির জন্য ঘোষিত পূর্বাঞ্চল দল: মনোজ তিওয়ারি (অধিনায়ক), বিরাট সিংহ, নাজিম সিদ্দিকি, সুদীপ ঘরামি, শান্তনু মিশ্র, অনুষ্টুপ মজুমদার, রিয়ান পরাগ, কুমার কুশাগ্রা, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদ, শাহবাজ নাদিম, ঈশান পোড়েল, আকাশ দীপ, মুক্তার হুসেইন ও মণিশঙ্কর মুরা সিংহ।


স্ট্যান্ড বাই: অভিজিৎ সাকেত, রাজেশ মোহান্তি, সায়নশেখর মণ্ডল ও অনুকূল রায়।


আরও পড়ুন: মাঠের দ্বৈরথের আগে প্রবল প্রতিপক্ষের সঙ্গে হাত মেলালেন বিরাট