সৌমিত্র কুমার রায়, কলকাতা: উত্তরাখণ্ডে চলতি ন্যাশনাল গেমসে (National Games) ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলা। সাঁতারের ২০০ মিটার ফ্রি স্টাইল রিলে ইভেন্টে বাংলার প্রতিযোগীদের নিজেদের মধ্যে বাকবিতণ্ডা। রিলে ইভেন্টে কোন প্রতিযোগী কোন পজিশনে নামবেন, সেই নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, বাংলার প্রতিযোগীরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন কলরুমে। গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছয় যে, আয়োজকেরা বাংলাকে বাতিল করে দেয় ইভেন্ট থেকে। এমনটাই দাবি করেছেন ওই সংশ্লিষ্ট ইভেন্টে বাংলার প্রতিযোগী, সাঁতারু সৌবৃতি মন্ডল।

২০০ মিটার রিলে ইভেন্টে নামার ঠিক আগের মুহূর্তে বাংলার সাঁতারু সৌবৃতি মণ্ডলের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরই সতীর্থরা। আর সেই ঝামেলা এত দূর গড়ায় যে, শেষমেশ বাংলাকে আর নামতেই দেওয়া হয়নি ২০০ মিটার রিলেতে। যে খবর সামনে আসার পরই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। 

বলা হচ্ছে, এই ইভেন্ট থেকে পদক জেতার সম্ভাবনা ছিল বাংলার। কিন্তু বাংলাকে নামতে না দেওয়ার ফলে পদক আর আসেনি।  প্রসঙ্গত, জাতীয় গেমসের ২০০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে দিন কয়েক আগেই সোনা জিতেছিলেন সৌবৃতি। বাংলাকে প্রথম সোনা এনে দিয়েছিলেন ২৩ বছরের সাঁতারুই। এর আগে গোয়ায় অনুষ্ঠিত জাতীয় গেমসে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে রুপো পেয়েছিলেন তিনি।

ঠিক কী হয়েছিল? এবিপি আনন্দকে ফোনে সৌবৃতি বললেন, 'রিলে দলে আমাকে আগে রাখা হচ্ছিল। আমি বলেছিলাম জুনিয়র কাউকে শুরুতে নামানো হোক। কিন্তু রিলে স্টার্ট হওয়ার সময় রিপোর্টিং করতে গিয়ে দেখি আমি, মৌবনী, স্নিগ্ধা ঘোষ ও স্বস্তিকা রয়েছি রিলে টিম। স্বস্তিকাকে প্রথমে নামতে চাইছিল না। মৌবনীকে নামাতে বলে। তখন স্বস্তিকা বলে, ভাল করতে না পারলে আমাকে দায় দেবে না। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত।' অভিযোগ, এরপরই দুর্ব্যবহার করেন স্বস্তিকা। সকলের সামনেই বচসা হয়েছে বলে অভিযোগ। 

আরও পড়ুন: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?

বিষয়টা নিয়ে বাংলার সেফ দ্য মিশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিশ্বরূপ দে বলেছেন, 'আমি রয়েছি দেহরাদূনে। এখানে একটা ভেন্যু থেকে আর এক ভেন্যুর দূরত্ব ৬ ঘণ্টা থেকে ১০ ঘণ্টা। পরশুদিন সাঁতারের ভেন্যুতে ছিলাম। বিস্তারিত রিপোর্ট এলে তারপর জানাতে পারব। এটা এমন কোনও বিষয় নয় যে, গোপন করে যাচ্ছি।'

বাংলার সাঁতার সংস্থার সভাপতি রামানুজ মুখোপাধ্যায়ের দাবি, বাংলার সাঁতারুদের বাতিল করা হয়নি। বলছেন, 'আমরাই দল নামাইনি।'

আরও পড়ুন: ইংল্যান্ড ৯৭ অল আউট! অভিষেকের অলরাউন্ড শোয়ে রোশনাই ভারতীয় ক্রিকেটে