Bhagwani Devi: ৯৪ বছরে ১০০ মিটার স্প্রিন্টে দৌড়ে স্বর্ণপদক জয় ভগবানী দেবীর
Bhagwani Devi Wins Gold: হরিয়ানার বাসিন্দা ভগবানী দেবী ১০০ মিটার স্প্রিন্ট ২৪.৭৪ সেকেন্ডে শেষ করে সোনা জয়ের পাশাপাশি শটপুটেও ব্রোঞ্জ জিতেছেন।
ট্যাম্পেরে: 'বয়স একটা সংখ্যা মাত্র', এই উক্তিটি সকলে আগেও বহুবার শুনেছেন এবং আগামী দিনেও বহুবার শুনবেন। তবে এই বিখ্যাত উক্তিটি যে কতটা সত্য, তা হাতেনাতে প্রমাণ করে দেখালেন ভগবানী দেবী (Bhagwani Devi)। 'স্প্রিন্টার দাদি' হিসাবে খ্যাত ৯৪ বছর বয়সি ভগবানী দেবী, এক দুই নয়, বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Masters Athletics Championships) ভারতের হয়ে তিনটি পদক জিতলেন।
অ্যাথলিট পরিবারের অংশ ভগবানী দেবী
ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে আয়োজিত এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভগবানী দেবী দুটি ব্রোঞ্জ জয়ের পাশাপাশি একটি স্বর্ণপদকও জিতেছেন। ৯৪ বছর বয়সে সাধারণত হাঁটাচলায় সমস্যায় হয়, তখন হরিয়ানার বাসিন্দা ভগবানী দেবী শুধু ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেননি, সেই বিভাগে সোনা জিতেছেন তিনি। ২৪.৭৪ সেকেন্ডে নিজের ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন তিনি। শটপুটে ব্রোঞ্জ পদক আসে তাঁর দখলে। ভগবানী দেবী এই উদ্যমটা বংশগত। তাঁর বাবাও কিন্তু একজন প্য়ারা-অ্যাথলিট ছিলেন।
ফিনল্যান্ডেই প্রথম পদক জয় নয়
ভগবানী দেবী এই প্রথম পদক জিতলেন না। তিনি এই বছরেই চেন্নাইতে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও তিনটি স্বর্ণপদক জিতেছিলেন। এই পদকগুলি জয়ের সৌজন্যেই তিনি ফিনল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়নে অংশ নেওয়ার ছাড়পত্র পান। প্রসঙ্গত, দিল্লির অ্যাথেটিক্স চ্যাম্পিয়নশিপেও ১০০ মিটার স্প্রিন্ট, শটপুট ও জ্যাভলিন থ্রোয়ে স্বর্ণপদক নিজের দখলে করেছিলেন। ভারতের যুবকল্য়ান ও ক্রীড়ামন্ত্রকের তরফে ৯৪ বছরের প্রৌঢ়াকে কুর্নিশ জানিয়ে তাঁর কৃতিত্বকে সকলের সামনে তুলে ধরা হয়।
India's 94-year-old #BhagwaniDevi Ji has yet again proved that age is no bar!
She won a GOLD medal at the #WorldMastersAthleticsChampionships in Tampere in the 100m sprint event with a timing of 24.74 seconds.🥇She also bagged a BRONZE in Shot put.
Truly commendable effort!👏 pic.twitter.com/Qa1tI4a8zS
">
Many congratulations #BhagwaniDevi ji on winning a🥇 at the #WorldMastersAthleticsChampionships in Tampere in 100m sprint and 🥉 in shot put 👏#FitIndiaMovement #NewIndiaFitIndia #AmritMahotsav https://t.co/whXIfPhPJY
— Fit India Movement (@FitIndiaOff) July 11, 2022">
তবে তাঁরা একা নন, সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই ভগবানী দেবীর এই কৃতিত্বকে সম্মান জানাচ্ছেন। নিঃসন্দেহে মনে ইচ্ছা থাকলে ৯৪ বছরেও ১০০ মিটার দৌড়ানো যায়, বিদেশের মাটিতে দেশকে গর্বিত করা যায়।
আরও পড়ুন:টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মুখোমুখি ভারত-পাকিস্তান, জানা গেল সম্ভাব্য দিনক্ষণ