মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত ভারতের সেরা পেস অস্ত্র?
আচমকাই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র মাস তিনেক দূরে। কিন্তু সূত্রের খবর, সেই টুর্নামেন্টে নাও খেলতে পারেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন ডানহাতি পেসার। জানা গিয়েছে, বুমরার চোট সারতে বেশ কিছুদিন সময় লাগবে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নাও খেলতে পারেন।
এশিয়া কাপের বাইরে
এশিয়া কাপের আগেই ভারতীয় শিবিরে (Team India) জোরাল ধাক্কা লেগেছিল। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তারকা পেসার। দলের সেরা পেস-অস্ত্রকে ছাড়াই এশিয়া সেরার লড়াইয়ে নামতে হবে রোহিত শর্মাদের।
পিঠের চোটে কাবু যশপ্রীত বুমরা । তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, পিঠের চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারবেন না ডানহাতি জোরে বোলার।
কী বলছেন রোহিত?
চার বছর আগে এশিয়া কাপের আসরে যখন ভারত অংশ নিয়েছিল সেবার অধিনায়ক ছিলেন তিনি। খেতাবও জিতেছিলেন। তবে এবারের এশিয়া কাপে (Asia Cup 2022) একেবারে জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma)। পরপর টানা ইংল্য়ান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার আসন্ন এশিয়া কাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন হিটম্যান।
২০১৮ সালে রোহিতের নেতৃত্বেই এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি পরপর জিতেছিল ভারত। এবার রোহিত যখন দেশের ক্রিকেট দলের সব ফর্ম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক, তখনও রোহিতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে জয়ের পরই হিটম্যান বলছেন, ''গত বছর টি-টােয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আমরা নিজেদের চরিত্রে কিছু বদল এনেছিলাম। দলের ছেলেদের মানসিকতা বদলে গিয়েছিল। অধিনায়ক ও কোচের তরফে বার্তা যদি পরিষ্কার থাকে, তবে ছেলেরাও নিজেদের মেলে ধরতে পারে। তেমনটা হলেই সবাই স্বাধীনভাবে চাপমুক্ত হয়ে খেলতে পারে। সামনে এশিয়া কাপেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কিন্তু ছেলেরা সবাই তৈরি নিজেদের মেলে ধরতে। চাপমুক্ত হয়ে খেললেই সাফল্য আসবে।''
আরও পড়ুন: এক বছরে ৭ অধিনায়ক! কোচ তো একই, সমস্যা হবে না, বলছেন প্রাক্তন স্পিনার