নয়াদিল্লি: ভারতের পেসার জসপ্রীত বুমরাহকে দুর্দান্ত ক্রিকেটার বলে উল্লেখ করলেন কিংবদন্তী কপিল দেব। তিনি বলেছেন, বুমরাহর অদ্ভুত বোলিং অ্যাকশন দেখে তাঁর মনে হয়েছিল, এই পেসার বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। কিন্তু বুমরাহ তাঁর সেই ভুল ভেঙে দিয়েছেন। এখন তাঁর মনে হচ্ছে, অদ্ভুত অ্যাকশনের বোলাররা দীর্ঘদিন দেশের হয়ে খেলতে পারবেন।

আজ এক অনুষ্ঠানে বুমরাহর পাশাপাশি ভারতের অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করেছেন কপিল। তিনি বলেছেন, ‘সব অধিনায়কেরই নিজস্ব ভাবনা থাকে। অধিনায়ক দলে ফিটনেসের ভাবনা নিয়ে এসেছে। ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। একজন প্রতিভাবান হতে পারেন, কিন্তু যদি ক্যাচ নিতে না পারেন বা দলের জন্য অতিরিক্ত রান বাঁচাতে না পারেন, তাহলে কোনও লাভ নেই। ন্যুনতম ফিটনেস থাকা জরুরি। ইয়ো ইয়ো টেস্ট এমন নয় যে একজন ক্রিকেটার তাতে উত্তীর্ণ হতে পারবেন না। তরুণ ক্রিকেটারদের বার্তা দেওয়া হচ্ছে, নির্দিষ্ট ফিটনেস বজায় রাখতে হবে। এক্ষেত্রে আমি বিরাটকে সমর্থন করছি।’

হার্দিক পাণ্ড্যকে অলরাউন্ডার হিসেবে উন্নত করার জন্য বিভিন্ন পজিশনে ব্যবহার করার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন কপিল। তাঁর মতে, আইসিসি যে নতুন নিয়ম চালু করেছে, তার ফলে ক্রিকেটের উন্নতি হবে।