এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বুমরাহর বোলিংয়ের মুখোমুখি হওয়াটা রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো, তবে ফারাকটা গড়ে দিয়েছে পূজারার ব্যাটিং: হজ
সিডনি: ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর মুখোমুখি হওয়াটা যে কোনও ব্যাটসম্যানের কাছে রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো। এমনই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হজ। তবে তাঁর মতে, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিরিজে দু দলের পার্থক্য হল তিন নম্বরে চেতেশ্বর পূজারার ব্যাটিং।
৩ জানুয়ারি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট শুরু হচ্ছে। ভারত সিরিজে ২-১ এগিয়ে রয়েছে।
হজ বলেছেন, পূজারা দুই দলের মধ্যে ফারাকটা গড়ে দিয়েছে। দুই দলের বোলিং শক্তিশালী। পার্থ টেস্টের প্রথম সেশন (অস্ট্রেলিয়া করেছিল বিনা উইকেটে ১১২) ও মেলবোর্নে মায়াঙ্ক আগরওয়াল ছাড়া দুই দলের চার ওপেনারকেই নাজেহাল হতে হয়েছে। কিন্তু তিন নম্বরে পূজারা আধিপত্য নিয়ে ব্যাট করেছে। ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুই সহজে উইকেট ছুঁড়ে দিয়ে আসছে না পূজারা, সেই সঙ্গে ম্যাচটাও বের করে নিয়ে আসছে।
মেলবোর্ন টেস্টে ১৩৭ রানে জিতে সিরিজে ফের এগিয়ে গিয়েছে। বক্সিং ডে টেস্টে পূজারা প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি করেন।
হজ বলেছেন, অ্যাডিলেড ও পারথে খুব ভালো বোলিং করেছিল নাথন লায়ন। কিন্তু মেলবোর্নে লায়নকে সেভাবে প্রভাব বিস্তার করতে দেয়নি পূজারা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বাদ পড়ার পর দুরন্তভাবে ফিরে এসেছে ও। টি ২০ ক্রিকেটে না খেলে ও ইয়র্কশায়ারের হয়ে খেলতে গিয়েছিল। কঠোর পরিশ্রমের পুরস্কার বেশ ভালোমতোই পেয়েছে পূজারা। কিংস ইলেভেন পঞ্জাব দলের প্রাক্তন কোচ ভারতীয় পেস অ্যাটাক বিশেষ করে বুমরাহর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বুমরার বোলিংয়ের মুখোমুখি হওয়াটা দুঃস্বপ্নের মতো। যে কোনও বোলারকে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে যে, ও অন্যতম বিপজ্জনক বোলার। ও বলে গতি রয়েছে, সেই সঙ্গে নিশানা অভ্রান্ত এবং বল দুদিকেই মুভ করাতে পারে। টেস্ট ম্যাচে বোলারের কাছ থেকে এটাই চাওয়া হয়।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কাঙ্খিত পারফর্ম করতে পারছে না বলেও মন্তব্য করেছেন হজ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement