একটা হারেই ‘গেল গেল’ রব তোলার কোনও মানে হয় না, বললেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2020 01:22 PM (IST)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে ধরাশায়ী হয়েছে ভারত। দুই ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০ এগিয়ে গেল। এই টেস্টে সব বিভাগেই যে ভারত পর্যুদস্ত হয়েছে, তা মেনে নিতে কোনও দ্বিধা নেই অধিনায়ক বিরাট কোহলির।
Photo: Twitter (ICC)
NEXT
PREV
নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে ধরাশায়ী হয়েছে ভারত। দুই ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০ এগিয়ে গেল। এই টেস্টে সব বিভাগেই যে ভারত পর্যুদস্ত হয়েছে, তা মেনে নিতে কোনও দ্বিধা নেই অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু একইসঙ্গে বলেছেন যে, ১০ উইকেটে এই হারকে কেউ বড় করে দেখাতে চাইলে তাঁর কিছু করার নেই।
নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের, ১০ উইকেটে টেস্ট জিতল কিউয়িরা
বেসিন রিজার্ভে সোমবার ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ননশিপে ভারতের এটাই প্রথম পরাজয়। ম্যাচের পর কোহলি বলেছেন, জানি যে, আমরা একেবারেই ভালো খেলতে পারিনি। কিন্তু কেউ যদি এই হারকে বড় করে দেখাতে চায়, তাহলে আমাদের কিছু করার নেই। কারণ, আমরা তেমন মনে করি না।
অধিনায়ক বলেছেন, একটি টেস্ট ম্যাচে হারার পর গেল গেল রব তোলার অর্থ তাঁর বোধগম্য হয় না। তিনি বলেছেন, কেউ কেউ মনে করচে পারেন যে, সব কিছু শেষ হয়ে গেল। এমনটা কিন্তু নয়। আমাদের কাছে এটা ক্রিকেট, আমরা হেরেছি এবং এরপর সামনের দিকে তাকিয়েই এগোবো এবং মাথা উঁচু রাখব।
কোহলি বলেছেন, আমরা বুঝেছি যে, জিততে হলে আমাদের ভালো খেলতে হবে এবং তা ঘরের মাঠেও। আন্তর্জাতিক পর্যায়ে কোনও কিছুই সোজা নয়। কারণ, প্রত্যেকদলই জয়ের লক্ষ্যেই মাঠে নামে। হার মেনে নিয়ে এবং তা থেকে শিক্ষা নিয়ে এগোনোর সংকল্পই দলের চরিত্র তুলে ধরে।
কোহলি বলেছেন, বাইরের লোকজনের কথায় কান দিলে দল এখন যেখানে রয়েছে, সেখানে পৌঁছতে পারত না। অধিনায়কের কথায়, এ জন্যই আমরা এ ধরনের ক্রিকেট খেলতে পারছি। বাইরের কথাবার্তায় কান দিলে আমরা আবার র্যাঙ্কিংয়ে সাত-আট নম্বরে পৌঁছে যেতাম। বাইরের কে কী বলছে. তা নিয়ে আমরা মাথা ঘামাই না। টেস্ট ক্রিকেটে যে দল একের পর এক ম্যাচ জিতছে, একটা ম্যাচে হেরে সেই দল রাতারাতি খারাপ হয়ে যায় না।
কোহলি বলেছেন, দলের আত্মবিশ্বাস অটুট রয়েছে এবং পরের টেস্টে শক্তিশালী হয়ে ফিরব বলেই আশাবাদী।
পরের টেস্ট ক্রাইস্টচার্চে।
কোহলি বলেছেন, অতি রক্ষণাত্মক ও অতি আগ্রাসী মানসিকতার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়েছে, সে বিষয়টি এই টেস্ট ম্যাচে দল ঠিকঠাক করতে পারেনি।
কোহলি বলেছেন, নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মানসিকতা পড়তে পেরেছিল এবং ব্যাটসম্যানদের এমন কিছু করতে বাধ্য করেছে, তা তারা করতে চায়নি। কখন আক্রমণে যেতে হবে এবং বোলারদের চাপে ফেলতে হবে.. এ ক্ষেত্রে একটা সূক্ষ্ম রেখা রেখা ও ভারসাম্য রয়েছে, তা সঠিকভাবে এই ম্যাচে কার্যকর করতে পারেনি ব্যাটসম্যানরা এবং তা স্বীকার করতে কোনও দ্বিধা নেই।
কিউই বোলারদের ভালো বোলিং এবং ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষের বোলারদের ওপর পাল্টা চাপ তৈরির করতে না পারাই এই হারের কারণ বলে মন্তব্য করেছেন কোহলি।
নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে ধরাশায়ী হয়েছে ভারত। দুই ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০ এগিয়ে গেল। এই টেস্টে সব বিভাগেই যে ভারত পর্যুদস্ত হয়েছে, তা মেনে নিতে কোনও দ্বিধা নেই অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু একইসঙ্গে বলেছেন যে, ১০ উইকেটে এই হারকে কেউ বড় করে দেখাতে চাইলে তাঁর কিছু করার নেই।
নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের, ১০ উইকেটে টেস্ট জিতল কিউয়িরা
বেসিন রিজার্ভে সোমবার ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ননশিপে ভারতের এটাই প্রথম পরাজয়। ম্যাচের পর কোহলি বলেছেন, জানি যে, আমরা একেবারেই ভালো খেলতে পারিনি। কিন্তু কেউ যদি এই হারকে বড় করে দেখাতে চায়, তাহলে আমাদের কিছু করার নেই। কারণ, আমরা তেমন মনে করি না।
অধিনায়ক বলেছেন, একটি টেস্ট ম্যাচে হারার পর গেল গেল রব তোলার অর্থ তাঁর বোধগম্য হয় না। তিনি বলেছেন, কেউ কেউ মনে করচে পারেন যে, সব কিছু শেষ হয়ে গেল। এমনটা কিন্তু নয়। আমাদের কাছে এটা ক্রিকেট, আমরা হেরেছি এবং এরপর সামনের দিকে তাকিয়েই এগোবো এবং মাথা উঁচু রাখব।
কোহলি বলেছেন, আমরা বুঝেছি যে, জিততে হলে আমাদের ভালো খেলতে হবে এবং তা ঘরের মাঠেও। আন্তর্জাতিক পর্যায়ে কোনও কিছুই সোজা নয়। কারণ, প্রত্যেকদলই জয়ের লক্ষ্যেই মাঠে নামে। হার মেনে নিয়ে এবং তা থেকে শিক্ষা নিয়ে এগোনোর সংকল্পই দলের চরিত্র তুলে ধরে।
কোহলি বলেছেন, বাইরের লোকজনের কথায় কান দিলে দল এখন যেখানে রয়েছে, সেখানে পৌঁছতে পারত না। অধিনায়কের কথায়, এ জন্যই আমরা এ ধরনের ক্রিকেট খেলতে পারছি। বাইরের কথাবার্তায় কান দিলে আমরা আবার র্যাঙ্কিংয়ে সাত-আট নম্বরে পৌঁছে যেতাম। বাইরের কে কী বলছে. তা নিয়ে আমরা মাথা ঘামাই না। টেস্ট ক্রিকেটে যে দল একের পর এক ম্যাচ জিতছে, একটা ম্যাচে হেরে সেই দল রাতারাতি খারাপ হয়ে যায় না।
কোহলি বলেছেন, দলের আত্মবিশ্বাস অটুট রয়েছে এবং পরের টেস্টে শক্তিশালী হয়ে ফিরব বলেই আশাবাদী।
পরের টেস্ট ক্রাইস্টচার্চে।
কোহলি বলেছেন, অতি রক্ষণাত্মক ও অতি আগ্রাসী মানসিকতার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়েছে, সে বিষয়টি এই টেস্ট ম্যাচে দল ঠিকঠাক করতে পারেনি।
কোহলি বলেছেন, নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মানসিকতা পড়তে পেরেছিল এবং ব্যাটসম্যানদের এমন কিছু করতে বাধ্য করেছে, তা তারা করতে চায়নি। কখন আক্রমণে যেতে হবে এবং বোলারদের চাপে ফেলতে হবে.. এ ক্ষেত্রে একটা সূক্ষ্ম রেখা রেখা ও ভারসাম্য রয়েছে, তা সঠিকভাবে এই ম্যাচে কার্যকর করতে পারেনি ব্যাটসম্যানরা এবং তা স্বীকার করতে কোনও দ্বিধা নেই।
কিউই বোলারদের ভালো বোলিং এবং ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষের বোলারদের ওপর পাল্টা চাপ তৈরির করতে না পারাই এই হারের কারণ বলে মন্তব্য করেছেন কোহলি।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -