পুণে : বিরাট মুকুটে ফের একবার নতুন পালক। কাশ্মীর থেকে কন্যাকুমারীর অপেক্ষায় ছিল বিরাটের ব্যাটে শতরান দেখার, সেই প্রত্যাশাপূরণ না হলেও একদিনের আন্তর্জাতিকে নতুন কীর্তি গড়ে ফেললেন কোহলি। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিংয়ের পিছনে ফেলে যে বিরাট-নজির স্পর্শ করে ফেললেন ভারত অধিনায়ক।


ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬ রানের ইনিংস খেলার পথে বিরাট ঘরের মাঠে দ্রুততম ১০ হাজার ওডিআই রান করে ফেললেন। ৬১.৭৪-র চোখধাঁধানো গড় সঙ্গী করে মাত্র ১৯৫ ইনিংসে ভারতের মাটিতে খেলা ওডিআই-গুলোতে দশহাজারের কোটা ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি রিকি পন্টিং যে নজির ছুঁয়েছিলেন ২১৯ ইনিংসে। আর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের ঘরের মাঠে একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে লেগেছিল ২২৩ ইনিংস।


বিরাট কোহলি, রিকি পন্টিং ও সচিন তেন্ডুলকার ছাড়া ওডিআই ক্রিকেটে নিজেদের ঘরের মাঠে ১০ হাজারের বেশি রান করার নজির আর মাত্র রয়েছে তিনজন ক্রিকেটারের। যারা হলেন মাহেল জয়বর্ধনে, কুমার সাঙ্গাকার ও জ্যাক কালিস।


একঝলকে ওডিআই ক্রিকেটে ১০ হাজার রান করা ক্রিকেটারদের তালিকা


বিরাট কোহলি (ভারত) -১৯৫ ইনিংস


রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)-২১৯ ইনিংস


সচিন তেন্ডুলকার-২২৩ ইনিংস


মাহেলা জয়বর্ধনে-২২৪ ইনিংস


কুমার সাঙ্গাকারা-২২৯ ইনিংস


জ্যাক ক্যালিস-২৩৬ ইনিংস


(আরও পড়ুন 'সাম্প্রতিক অতীতে মধুরতম', ইংল্যান্ডকে হারিয়ে বললেন কোহলি, অভিষেকেই উজ্জ্বল ক্রুণাল-কৃষ্ণ)


বিরাট কোহলি নতুন নজির গড়লেও একদিনের আন্তর্জাতিকে শতরানের খরা কবে কাটাতে পারেন, সেদিকেই তাকিয়ে সকলে। দীর্ঘ ৪৮৭ দিন ধরে ওডিআই সেঞ্চুরি আসেনি বিরাটের ব্যাট থেকে। এদিনও দারুণ শুরু করলেও মার্ক উডের বলে মঈন আলির হাতে ক্যাচ তুলে বসেন বিরাট। ৬ টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৫৬ রান করেছেন তিনি। হাফসেঞ্চুরি টপকানোর পরই ওডিআই ক্রিকেটে ঘরের মাঠে দ্রুততম দশ হাজার রান করার কীর্তি গড়েন বিরাট।


বিরাটের মতোই শিখর ধবনও শতরান ফসকালেও তাদের চওড়া ব্যাটে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটি জিতে নেয় ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যে টেস্ট ও টি২০ সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া।