চেন্নাই: মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) টেক্সাস দলের মালিকানা সত্ত্ব কিনেছে চেন্নাই সুপার কিংস। এবার মার্কিন মুলুকে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে নামছে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি। ডালাস মেট্রোপলিটন এলাকায় অ্যাকাডেমি করছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। লুইসভিলে এই অ্যাকাডেমি চেন্নাই সুপার কিংসের নবম স্টেট অফ দ্য আর্ট অ্যাকাডেমি। লন্ডন ও তামিলনাড়ুতেও অ্যাকাডেমি খুলেছে সিএসকে।


সুপার কিংস অ্যাকাডেমির ডিরেক্টর অফ ক্রিকেট লুইস মারিয়ানো বলেছেন, 'আমরা আমেরিকায় সুপার কিংস অ্যাকাডেমি খুলে প্রবল উত্তেজিত, রোমাঞ্চিত। এখানে ক্রিকেটের দারুণ উন্নতি ও প্রসারের সম্ভাবনা রয়েছে। তৃণমূল স্তরে ক্রিকেট নিয়ে কাজ করতে চাই আমরা। এখানে যা প্রতিভা আছে, তাদের পরবর্তী ধাপে তুলে নিয়ে যেতে চাই। ডালাস টেক্সাস সুপার কিংসের ডেরা আর তাই আমরা এখানে অ্যাকাডেমি খুলতে পেরে রোমাঞ্চিত। আমরা দীর্ঘকালীন মেয়াদে পরিকল্পনা করে এগোতে চাই।'                   


 






পাঁচবারের আইপিএল (IPL 2023) চ্য়াম্পিয়ন সিএসকে। টুর্নামেন্টের অন্য়তম সফল দল। গতবারের খেতাবজয়ী। প্রতিবারই দল গঠনের ক্ষেত্রে চমক রাখে চেন্নাই সুপার কিংস। এবারের নিলামেও নিজেদের ছাপ রেখেছে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দল। নিলামের মঞ্চ থেকে দুই তারকা অলরাউন্ডার ডারিল মিচেল ও রাচিন রবীন্দ্রকে তুলে নিয়েছে তারা। এছাড়াও তরুণ ভারতীয় ব্যাটার সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে। এছাড়া চেন্নাই শিবিরে ফিরেছেন শার্দুল ঠাকুর। কেকেআরে ছিলেন এই ভারতীয় পেসার। তাঁকে নিলাম থেকে ৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে। এছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে শিবির।                                                                                                   


আরও পড়ুন: বিশ্বকাপের সময় চোখে ঝাপসা দেখছিলেন, জানালেন শাকিব


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে