বার্মিংহাম: ভারোত্তোলনে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। বার্মিংহামে ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারোত্তোলনে ভারতকে অষ্টম পদক এনে দিলেন বিকাশ ঠাকুর (Vikas Thakur)। ২৮ বছর বয়সি ভারতীয় ৯৬ কেজি বিভাগে রুপো জিতলেন।
ভারোত্তোলনে অষ্টম
'স্ন্যাচ'-এ ১৫৫ কেজি ও 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ ১৯১ কেজি, মোট ৩৪৬ কেজি ভারোত্তোলন করে দ্বিতীয় হলেন বিকাশ ঠাকুর। ভারতের মোট পদক সংখ্যা পৌঁছল ১২-তে। অবশ্য এই প্রথম নয়, বিকাশ ঠাকুর এর আগের দুই কমনওয়েলথে গেমসেও পদক জিতেছিলেন। ২০১৪ সালে গ্লাসগোয় তিনি রুপো জিতেছিলেন। চার বছর আগে গোল্ড কোস্টে এসেছিল ব্রোঞ্জ। এবার ফের ব্রোঞ্জ জিতলেন ভারতীয় ভারোত্তলক।
এবারে বার্মিংহামে বিকাশের আগেও ধারাবাহিকভাবে পদক এনে দিয়েছেন ভারতীয় ভারোত্তোলকরা। মীরাবাঈ চানু, জেরেমি লালরিনুণগা, বাংলার অচিন্ত্য শিউলিরা নিজেদের বিভাগে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন। সঙ্কেত সাগর, হারজিন্দর কৌররাও পদক জিতেছেন। বিকাশ রুপো জেতায় সেই সংখ্যা গিয়ে দাঁড়াল আটে। বিকাশ একা নন, ভারতীয় দল তার আগেও আজ বেশ বড় সাফল্য পেয়েছে।
বিকাশের রুপো জয়ের কয়েক মিনিট আগেই ভারতকে বার্মিংহামে পঞ্চম সোনা এনে দেন সাথিয়ান, শরত কমলরা। সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জেতেন ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল। এছাড়া কমনওয়েলথ গেমসে প্রথমবার পদক আসে লন বোলিং থেকেও। ভারতকে লন বোলিং ফোরসে ঐতিহাসিক স্বর্ণপদক এনে দেয় মহিলা দল। বলতেই হবে আজ, কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনটা ভারতের জন্য বেশ ভালই কাটছে।
আরও সোনা জয়ের হাতছানি
এখানেই শেষ নয়, আজ রাতে ভারতের আরও এক স্বর্ণপদক জয়ের বড় সুযোগ রয়েছে। লক্ষ্য সেন, পিভি সিন্ধুদের নিয়ে গড়া তারকাখচিত ভারতীয় ব্যাডমিন্টন মিক্সড দল ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে। চার বছর আগে গোল্ড কোস্টে এই মালয়েশিয়াকে হারিয়েই সোনা জিতেছিল ভারতীয় দল। বার্মিংহামেও সিন্ধুরা সফলভাবে একই প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের অতীতের পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কি না, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: কী এই লন বল? কেমনই বা এই খেলার নিয়মকানুন?