এক্সপ্লোর
দক্ষিণ আফ্রিকায় নতুন টি-২০ লিগ

দুবাই: ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তানের পর এবার দক্ষিণ আফ্রিকাতেও শুরু হতে চলেছে নতুন টি-২০ লিগ। এ বছরের শেষদিকে আট দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগ হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংস্থা। এই লিগে বিনিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ মার্চ। দুবাইয়ে আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠকে এই নতুন লিগের বিষয়ে বিস্তারিত তথ্য দেন ক্রিকেট সাউথ আফ্রিকার সভাপতি ক্রিস নেঞ্জানি ও সিইও হারুন লর্গ্যাট। আইসিসি-র কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েই তাঁরা নতুন লিগের কথা ঘোষণা করেছেন।
#CSAnews Cricket South Africa to launch new #T20 Global Destination League in 2017 https://t.co/qQLHFQzgzL pic.twitter.com/oyy5iNCHeQ
— Cricket South Africa (@OfficialCSA) February 4, 2017
নেঞ্জানি বলেছেন, তাঁদের আশা, এই নতুন লিগ দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটের উন্নতিতে সাহায্য করবে। আইসিসি বোর্ডের সদস্যরা তাঁদের পরিকল্পনাকে সমর্থন করেছেন। তাঁদের আশা, ভবিষ্যতেও আইসিসি-র সাহায্য পাবেন। লর্গ্যাট বলেছেন, ‘আজ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন। এই নতুন টি-২০ লিগের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটে বিনিয়োগের পরিমাণ বাড়বে। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটাররা এই লিগে খেলবেন।’ খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















