IND vs ENG: 'লর্ডস', ঐতাহাসিক এই ক্রিকেট মাঠের ইতিহাস জানেন? কার নামে এই মাঠের নামকরণ?
Lords Cricket Ground: একজন পেশাদার ক্রিকেটার ছিলেন থমাস, যিনি বোলারও ছিলেন। হোয়াইট কনড্যুইট ক্লাবের জার্সিতে অষ্ঠাদশ শতাব্দীতে খেলেছিলেন থমাস লর্ডস।

লর্ডস: ঐতিহাসিক লর্ডসে এই মুহূর্তে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্য়াচ। লর্ডসকে ক্রিকেটের মক্কা বলা হয়। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে লর্ডসে নিজের সেরা পারফরম্য়ান্স করার। কিন্তু এই লর্ডস নামটি কোথা থেকে এল? এর পেছনেও একটি গল্প রয়েছে - - - -
লর্ডসের ইতিহাস
এই মাঠটির নাম হয়েছে থমাস লর্ডসের নামে। একজন পেশাদার ক্রিকেটার ছিলেন থমাস, যিনি বোলারও ছিলেন। হোয়াইট কনড্যুইট ক্লাবের জার্সিতে অষ্ঠাদশ শতাব্দীতে খেলেছিলেন থমাস লর্ডস। এই স্টেডিয়ামের গড়ে ওঠা ও বিল্ডিংগুলো গড়ে ওঠার পেছনে থমাসের বিশাল অবদান রয়েছে। ১৭৮৭ থেকে ১৮১৪ পর্যন্ত তিনটি গ্রাউন্ড গড়ে উঠেছিল। বর্তমানে লর্ডস তার মধ্য়ে তৃতীয় গ্রাউন্ডটি। যেটি ওয়েস্টমিনস্টার, ইংল্য়ান্ডে অবস্থিত।
১৭৮৭ সালে প্রথম মাঠটি গড়ে ওঠে। যা বর্তমানে লর্ডসে ওল্ড গ্রাউন্ড নামে পরিচিত। অন্য়দিকে দ্বিতীয় যে ভেন্যুটি ১৮১১-১৮১৩ পর্যন্ত খোলা ছিল। যা লর্ডস মিডল গ্রাউন্ড নামে পরিচিত ছিল। ১৮১৪ সালে মূল লর্ডস মাঠটি তৈরি হয়। যা পরবর্তীতে ইতিহাসে পরিণত হয়। বর্তমানে লর্ডস ক্রিকেট মাঠের মালিকানা রয়েছে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের তত্বাবধনে। এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্য়াচ আয়োজিত হয় ১৮৮৪ সালে। মাঠের দর্শকাসন ছিল ৩১ হাজার।
সচিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রুট
২৪ বছরের কেরিয়ারে সচিন ২০০ টেস্ট খেলেছিলেন। ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন নিজের কেরিয়ারে। অন্য়দিকে জো রুট লর্ডসে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকানোর ফলে নিজের টেস্ট কেরিয়ারে ৬৭টি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন। তিনি এক্ষেত্রে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপলকে। যিনি তাঁর ১৬৪ টেস্টের কেরিয়ারে ৬৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
লিডসে প্রথম টেস্টে অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ৫৩ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া বৃহস্পতিবার পঞ্চাশ রানের গণ্ডি পেরিয়েছিলেন ৪৬ ওভারে। নীতীশ কুমার রেড্ডিকে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন।
২০১২ সালে ৩১ ডিসেম্বরে এই ভারতের বিরুদ্ধেই বিদর্ভে টেস্টে অভিষেক হয় জো রুটের। ভারতের বিরুদ্ধে ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন। ভারতের বিরুদ্ধে অবশ্য টেস্টে সবচেয়ে বেশি অর্ধশতরান হাঁকিয়েছেন পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ। টেস্ট ক্রিকেটে জ্যাক কালিস ও রিকি পন্টিং ১০৩ বার পঞ্চাশ বা তার বেশি রান করেছেন।
ভারতের বিরুদ্ধে টেস্টে তিন হাজার রনও পূরণ করে ফেলেছেন রুট। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে লাল বলের ফর্ম্যাটে তিন হাজার রান পূরণ করেছিলেন।




















