নিউ ইয়র্ক: বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের ছুটি কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। দিনকয়েক আগেই তাঁকে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেলতে দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্র ওপেনে কার্লোস আলকারাজ়ের ম্য়াচেও দর্শকাসনে উপস্থিত ছিলেন ধোনি। এবার ফের একবার তাঁর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।


বিশ্বের যে প্রান্তেই যান না কেন, ধোনির জনপ্রিয়তা যে ঠিক কতটা, সেই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁকে দেখে তাই অট্রোগ্রাফ, সেলফি আবদার করাটাও খুবই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রেও ধোনিকে দেখেই তাঁকে ছোট ছোট ব্যাটে অটোগ্রাফ দেওয়ার আবদার করেন এক অনুরাগী। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। এরপরই সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে ধোনিকে বলতে শোনা যায়, 'আমার চকোলেট ফেরত দাও।'


 






ধোনির থেকে অটোগ্রাফ চাওয়া অনুরাগীর হাতে একটি বাক্স দেখা যায়। সম্ভবত সেটি ধোনিরই বাক্স ছিল যেটা তিনি অটোগ্রাফ দেওয়ার সময় তাঁকে ধরতে দিয়েছিলেন। কিন্তু সেই কথা হয়তো ভুলেই গিয়েছিলেন সেই অনুরাগী। তবে ধোনি নিজের চকোলেটের বাক্স ফেরত নিতে কিন্তু ভোলেননি। তাঁর এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা বেশ কিছু মজার মজার কমেন্টও করেছে ওই ভিডিওর জবাবে।


 



 


 



 


 






আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিনই অবসর নিয়েছেন ধোনি। আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটেই খেলেন না বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক। তবে আইপিএল শুরু হতে এখনও খানিকটা সময় রয়েছে। তাই ফিটনেস বজায় রাখার চাপও খানিকটা কম। এর ফাঁকে খোশমেজাজেই ছুটি কাটাচ্ছেন মাহি। তাঁর চকোলেটপ্রীতি অবশ্য নতুন নয়। সম্প্রতি এক জিমে সতীর্থদের সঙ্গে কেক কাটতে এবং কেক খেতেও দেখা গিয়েছিল ধোনিকে। মাঠে গম্ভীর চেহারার ধোনি, মাঠের বাইরে যে বেশ মজাদার মানুষ, তা এই ভিডিওই প্রমাণ করে দেয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দ্রুততম জুটি হিসাবে ওয়ান ডে ক্রিকেটে পাঁচ হাজার রান করলেন রোহিত-বিরাট