BCCI: 'ক্রিকেটারদের স্ত্রীদের জন্য তো হারিনি', BCCI-র নতুন নিয়মাবলীর বিপক্ষে সওয়াল হরভজনের
Indian Cricket Team: একাধিক রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহের বৈঠকের পর বৃহস্পতিবারই বিসিসিআই ক্রিকেটারদের উদ্দেশে দশ দফা নিয়মাবলী পাঠিয়ে দিয়েছে।

নয়াদিল্লি: পরপর দুই সিরিজ়ে চূড়ান্ত হতাশাজনক ফলাফল এর জেরেই ভারতীয় বোর্ড কিছু কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহের বৈঠকের পর বৃহস্পতিবারই বিসিসিআই (BCCI) ক্রিকেটারদের উদ্দেশে দশ দফা নিয়মাবলী পাঠিয়ে দিয়েছে। সেইসব নিয়ম অমান্য করলে বেতন কাটা যাওয়া এমনকী আইপিএলসহ বিসিসিআই আয়োজিত সমস্ত টুর্নামেন্ট থেকেও তাঁরা বহিষ্কৃত হতে পারেন বলে সতর্কবার্তাও দিয়ে বলে খবর। তবে হরভজন সিংহ (Harbhajan Singh) এই নিয়মকানুনের বিপক্ষেই সওয়াল করেছেন।
এই নিয়মাবলীর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে নিয়মগুলি, তাঁর অন্যতম হল সফরের সময়কালীন নিয়ম। অনেক খেলোয়াড়ই সিরিজ়ে আলাদাভাবে সফর করতেন, ম্যাচে টিম বাসে না এসে আলাদা আসতেন, দলের অনুশীলন সেশনে তেমন সময়ও কাটাতেন না বাকিদের সঙ্গে। এইসব বিষয় থামাতে এরপর থেকে খেলোয়াড়দের আলাদাভাবে ম্যাচে যাওয়া বা ম্যাচ থেকে ফেরার জন্য কোচ বা দলের প্রধান নির্বাচকের অনুমতি নিতে হবে।
এর পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানো নিয়েও নিয়ম আরোপ করা হয়েছে বলে খবর। ৪৫ দিন বা তার বেশিদিনের সফরে খেলোয়াড়দের পরিবার তাঁর সঙ্গে ১৪ দিনের বেশি থাকতে পারবেন না। একবারই পরিবার তাঁদের সঙ্গে দেখা করতে পারবেন এবং পরিবারের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত ওই ক্রিকেটারকেই করতে হবে। এরজন্য অধিনায়ক, কোচ এবং বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজারের অনুমতি নেওয়াও প্রয়োজন।
হরভজনের সোজা কথা দল খারাপ পারফরম্যান্সের জন্য হেরেছে। বিসিসিআইয়ের এই নিয়মগুলি নতুনও নয়, এগুলি তাঁর সময়ও ছিল বলে জানান হরভজন। ভারতীয় প্রাক্তনী বলেন, 'আমরা আসল বিষয়টা এড়িয়ে যাচ্ছি। ক্রিকেটারদের স্ত্রী এবং পার্টনাররা দুই মাস ছিলেন বলে আমরা ১-৩ সিরিজ় হারিনি। কেউ আলাদাভাবে সফর করেছে বলেও আমরা হারিনি। আমাদের হারার কারণ আমরা কিছু কিছু সময় খুবই খারাপ ক্রিকেট খেলেছি। দেশের মাটিতেও ভাল করে ব্যাট করতে পারিনি। দলে এমন ক্রিকেটার রয়েছে যাদের বিন্দুমাত্র ফর্ম নেই। এর জন্য কী করা হচ্ছে? নাকি কেবল মাঠের বাইরের এই জিনিসপত্র নিয়েই আলোচনা করা হচ্ছে?'
নিজের সময়কার স্মৃতিচারণা করে হরভজনের দাবি নিয়ম বদলানো হয়েছে কারণ সেগুলি বদলের প্রয়োজন ছিল। তাঁর আরও দাবি সচিন, কুম্বলে, দ্রাবিড়, সৌরভের মতো কিংবদন্তিরা এমনিও কোনওদিন সফরের মাঝে দেশে ফিরতেন না। 'কয়েকটা নিয়মকানুন ফিরে দেখার প্রয়োজন ছিল। কারণ ম্যাচ তিনদিনে শেষ হয়ে গিয়েছে এবং পরের ম্যাচ এক সপ্তাহ পরে বলে, আমার সময়ে আমি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্য়ায়, রাহুল দ্রাবিড় বা অনিল কুম্বলেকে কখনও মুম্বই, কলকাতা বা বেঙ্গালুুরুর উদ্দেশে রওনা দিতে দেখিনি।' বলেন হরভজন।
আরও পড়ুন:




















