কলকাতা: জাতীয় দলের হয়ে খেলেছেন। সদ্যসমাপ্ত আইপিএলেও (IPL) বল হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে নজর কেড়েছিলেন। আইপিএলের ইতিহাসে বাংলা থেকে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটার তিনি। এবার বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20) লিগেও বল হাতে আগুন ঝরালেন মুকেশ কুমার (Mukesh Kumar)। ইডেন গার্ডেন্সে মাত্র ১০ রান খরচ করে নিলেন ৩ উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে লড়াকু ইনিংস অভিজ্ঞ জয়জিৎ বসুর। ৫০ বলে তিনি করলেন ৫৫ রান। বেঙ্গল প্রো টি-২০ লিগে তাঁদের দাপটে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে (Lux Shyam Kolkata Tigers) ৭ উইকেটে হারাল সোবিস্কো স্ম্যাশার্স মালদা (Sobisco Smashers Malda)।


ইডেন গার্ডেন্সে শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ও সোবিস্কো স্ম্যাশার্স মালদা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১৭/৮ তোলে কলকাতা টাইগার্স। ৫ চার ও জোড়া ছক্কায় হাফসেঞ্চুরি করেন জয়জিৎ। পাশাপাশি ঋতম পোড়েল অপরাজিত থাকেন ৩৫ রানে। সোবিস্কো স্ম্যাশার্স মালদার হয়ে ১৭ রানে ২ উইকেট নেন অখিল।


প্রথমে ব্যাট করে ১১৭/৮ স্কোর তুলেছিল কলকাতা টাইগার্স। তাদের হয়ে শুভম চট্টোপাধ্যায় ৩৫ ও আকাশ পাণ্ডে ৩০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩৮ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল স্ম্যাশার্স মালদা। তারপরই জয়জিৎ ও ঋতমের পার্টনারশিপ। ১৭.২ ওভারে ১২১/৩ তুলে নেয় স্ম্যাশার্স মালদা।


ফের ব্যর্থ ঋদ্ধিমান, হারল তাঁর দলও


বাংলায় ফেরার পর ব্যাটে রান নেই ঋদ্ধিমান সাহার। শুক্রবার ইডেনে রাতের ম্যাচে শূন্য করলেন জাতীয় দলের হয়ে ৪০ টেস্ট খেলা উইকেটকিপার-ব্যাটার। হারল তাঁর দল রশ্মি মেদিনীপুর উইজার্ডসও (Rashmi Medinipur Wizards)। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স (Adamas Howrah Warriors) ৫ উইকেটে হারাল তাদের।


প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩২ রান তুলেছিল মেদিনীপুর উইজার্ডস। ঋদ্ধি কোনও রান করতে পারেননি। দুরন্ত একটি ক্যাচ ধরেন হাওড়া ওয়ারিয়র্সের অভিষেক দাস। যা টুর্নামেন্টের সেরা ক্যাচ হতে পারে। বিবেক সিংহ (৩৪) ও কৌশিক মাইতির (৩২) লড়াই ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয় মেদিনীপুর উইজার্ডসকে। সক্ষম চৌধুরী ১০ রানে ৫ উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে ৬৯/৫ হয়ে গিয়েছিল হাওড়া ওয়ারিয়র্স। সেখান থেকে প্রমোদ চান্ডিলা ৪২ বলে ৪৬ রান করে ম্যাচের ভাগ্য গড়ে দেন। ইমপ্যাক্ট সাহ হিসাবে নেমে ১৯ বলে অপরাজিত ৩৬ রান করেন পঙ্কজ সাউ।