মুম্বই: মতান্তরে তিনি বিশ্বের সেরা ব্যাটার। বর্তমানে তিনি আর বোলিং করেন না বটে, তবে বিরাট কোহলির (Virat Kohli) মতে তিনিই নাকি ভারতের সেরা বোলার। বিরাটের এমন চিন্তাভাবনার বিষয়টা জাতীয় দলে তাঁরই সতীর্থ ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) প্রকাশ্যে এনেছেন। আর এই বিষয়টা নিয়ে ভারতীয় ম্যানেজমেন্ট সবসময়ই চিন্তায় থাকে বলেও দাবি ভুবনেশ্বরের।


সেরা বোলার কোহলি!


ভুবনেশ্বর মুম্বইয়ে এক ইভেন্টে এসে বলেন, 'বিরাট কোহলির ভাবে ওই দলের সেরা বোলার। তবে ওর যা বোলিং অ্যাকশন তাতে আমরা সকলেই চিন্তায় থাকি যে ও বল করতে গিয়ে চোটের কবলে না পড়ে যায়।' এর পাশাপাশি ভুবনেশ্বরের আরও দাবি কোহলি ক্রিকেটার না হলে তিনি নাকি কুস্তিগীর হতেন। ভুবি বলেন, 'ও যদি ক্রিকেটার না হত, তাহলে নিশ্চিত ও কুস্তিগীর হত।' ভুবির এই দাবির পিছনে কিন্তু যুক্তি খুঁজতে খুব একটা কষ্ট করতে হয় না। ক্রিকেটের ২২ গজে কোহলির আগ্রাসী মনোভাব কিন্তু কারুরই নজর এড়ায়না।


সম্প্রতি এ বছরের আইপিএলে তাঁর সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের খেলোয়াড় নবীন উল হক এবং তাঁরই প্রাক্তন সতীর্থ তথা লখনউ মেন্টর গৌতম গম্ভীরের কথা কাটাকাটি শিরোনাম কেড়ে নিয়েছিল। এর আগেই বারংবার নিজের অতিআগ্রাসী মনোভাবের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে কোহলিকে। এই আগ্রাসী মনোভাবই আবার কুস্তিগীরদের ইউএসপি বলে মনে করা হয়। তাই ক্ষেত্রে কোহলির সঙ্গ কুস্তিগীরের বিষয়টা যে ভুবি ভেবেচিন্তেই বলেছেন, তা বোঝাই যায়।


বিশেষ দায়িত্বে সচিন


দুই দশক ধরে ক্রিকেটবিশ্বকে ব্যাট হাতে শাসন করেছেন। ক্রিকেট থেকে অবসরের পর না না সামাজিক কাজে নিজেকে লিপ্ত রেখেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। পেয়েছেন ভারতরত্নও। এবার তাঁকে জাতীয় আইকনের স্বীকৃতি দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। 


বুধবার, ২৩ অগাস্ট রাজধানী নয়াদিল্লির রং ভবন অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানেই তাঁকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়া হবে। সেখানেই তিনি নির্বাচন কমিশনের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করবেন। তিন বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন। নির্বাচন কমিশনের সঙ্গে সম্মিলিতভাবে দেশের নাগরিকদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে দেখা যাবে সচিনকে। এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রধান শ্রী রাজীব কুমার, নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পাণ্ডে এবং শ্রী অরুণ গোয়েল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


২০২৪ সালেই লোকসভা ভোট। ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যে সচিনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট সচেতনা বৃদ্ধি করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন নিজেদের ওয়েবসাইটে সচিনকে জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করে জানানো হয়, 'ক্রিকেট কিংবদন্তি তথা ভারতরত্ন শ্রী সচিন রমেশ তেন্ডুলকর এবার একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন। জাতীয় আইকন হিসাবে ওঁ নির্বাচন কমিশনের তরফে ভোটারদের সচেতন ও শিক্ষিত করবেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: 'স্বপ্নেও ভাবিনি', এশিয়া কাপে সুযোগ পেয়ে নিজেই বিস্মিত তিলক