India vs Australia Live: গোলাপি বলের টেস্টে হার ভারতের, ১০ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল অস্ট্রেলিয়া
Border Gavaskar Trophy Live: বর্ডার গাওস্কর ট্রফির তৃতীয় দিনের খেলার প্রতি মুহূর্তের আপডেট এক ক্লিকেই-
কোনও উইকেট না হারিয়েই জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। সিরিজে ১-১ সমতা ফেরাল প্য়াট কামিন্সের দল।
দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে অল আউট ভারত। মাত্র ১৮ রানের লিড নিয়েছে ভারত। অ্য়াডিলেড টেস্ট জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৯ রান।
আরও একবার চল্লিশের ঘরে আউট হলেন নীতিশ রেড্ডি। এবারও ফিরলেন ৪২ রান করে। কামিন্সের বলে থার্ড ম্য়ানের ওপর দিয়ে শট খেলতে গিয়েছিলেন। কিন্তু ম্য়াকস্যুইনির হাতে জমা পড়েন। ভারত ৯ রানে এগিয়ে মাত্র। হাতে এক উইকেট।
১২ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়ন ফিরলেন হর্ষিত রানা। ভারতের অষ্টম উইকেটের পতন। মাত্র ৩ রানে এগিয়ে এখন টিম ইন্ডিয়া।
শর্ট ডেলিভারিতেই বারবার আক্রমণের ছক। অশ্বিনকে ফেরালেন কামিন্স। ক্য়ারির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ভারতীয় স্পিনার। ভারত এখনও ৮ রানে পিছিয়ে। হাতে আর ৩ উইকেট রয়েছে।
দ্বিতীয় বলে আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। দিনের প্রথম ওভারে নিজের শেষ বলে পন্থকে ক্যাচ আউট করে ফেরালেন মিচেল স্টার্ক। স্মিথের হাতে ক্য়াচ দিয়ে ফিরলেন ভারতীয় উইকেট কিপার ব্য়াটার। ভারতের এখনও অস্ট্রেলিয়ার থেকে ২৯ রানে পিছিয়ে।
তৃতীয় দিনে প্রথম ওভারেই পন্থের আউটের আবেদন স্টার্কের। ক্যাচ আউটের আবেদন নিয়ে ডি আর এস নিলেন অজি অধিনায়ক কামিন্স। যদিও আম্পায়ার নাকচ করে দেন।
প্রেক্ষাপট
প্রথম ইনিংসে জোড়া জীবন পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। একবার স্লিপে তাঁর ক্যাচ ফেলেছিলেন উসমান খাওয়াজা। আর একবার আউট হয়েও নো বল হওয়ায় বেঁচে গিয়েছিলেন। কিন্তু সুযোগের সদ্বব্যবহার করতে পারেননি রাহুল। ৩৭ রান করে ফিরে গিয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে সৌভাগ্য সঙ্গী হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma)। ক্রিজে এসে মিচেল স্টার্কের প্রথম বলই হেলমেটে খেয়েছিলেন। পরের বলেই তিনি এলবিডব্লিউ হয়ে যান। তবে বলটি নো হওয়ায় বেঁচে যান রোহিত। ভারত তখন ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে। ছ'নম্বরে ব্যাট করতে নামা রোহিত বেঁচে যাওয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন, যদি বড় রান করে সেই সুযোগ কাজে লাগান হিটম্যান। যদি তাঁর ব্যাটে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত।
কিন্তু পারলেন না রোহিত। প্রথম ইনিংসে রাহুলের মতোই জীবন পেয়েও আউট হয়ে গেলেন। প্যাট কামিন্সের বলে বোল্ড হলেন ভারত অধিনায়ক। অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসেও প্রবল চাপে ভারত। ১২৮ রানে পাঁচ উইকেট খুইয়ে বসেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ২৯ রানে পিছিয়ে ভারত। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে অলৌকিক কিছু প্রয়োজন।
ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি। দুজনই আগ্রাসী ব্য়াটিং করছেন। স্কট বোল্যান্ডকে কার্যত স্টাম্পের ওপর শুয়ে পড়ে স্কুপ শটে মাঠের বাইরে পাঠিয়েছেন পন্থ। ২৫ বলে ২৮ রান করে অপরাজিত তিনি। পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন। ১৪ বলে ১৫ রান করে ক্রিজে তাঁর সঙ্গে রয়েছেন নীতীশ। তিনটি বাউন্ডারি মেরেছেন। রবিবার, ম্যাচের তৃতীয় দিন ষষ্ঠ উইকেট জুটির দিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ। যদি লম্বা পার্টনারশিপ গড়ে দলের রানকে একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যেতে পারেন দুজনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -