The Ashes: তৃতীয় অ্যাশেজ টেস্টের শুরুতেই বোলারদের দাপট, প্রথম দিনশেষে ১৯৫ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
ENG vs AUS 3rd Test: তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ইংল্যান্ড তিন উইকেটের বিনিময়ে ৬৮ রান তুলে প্রথম দিন শেষ করে।
লিডস: হেডিংলেতে তৃতীয় অ্যাশেজ (The Ashes) টেস্টের (ENG vs AUS 3rd Test) প্রথম দিনে বোলার আরও ভালভাবে বললে ফাস্ট বোলারদের দাপট দেখা গেল। একদিনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মোট ১৩টি উইকেট পড়ল। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ইংল্যান্ড তিন উইকেটের বিনিময়ে ৬৮ রান তুলে প্রথম দিন শেষ করে। দিনের শেষে অজিরা ১৯৫ রানে এগিয়ে রয়েছে।
তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর সিদ্ধান্ত প্রথম ওভারে লাভবান হয়। ডেভিড ওয়ার্নার বেশ ভালভাবেই করেন। তিনি প্রথম বলে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে চার মারেন। তবে ওই শুরু, ওই শেষ। সেই ওভারের পঞ্চম বলেই ব্রডের বিরুদ্ধে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। উসমান খাওয়াজাও মার্ক উডের (Mark Wood) গতির বিরুদ্ধে পরাস্ত হন। আগুনে গতির উড ১৩ রানে ব্যাট করা খাওয়াজার লেগ স্টাম্প ছিটকে দেন।
প্রথম সেশন শেষ হতে হতে আরও দুই উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। নিজের শততম টেস্ট খেলা স্টিভ স্মিথকে ২২ রানে ফেরান ব্রড। মার্নাস লাবুশেনের উইকেট নেন এই ম্যাচেই প্রথমবার চলতি অ্যাশেজে সুযোগ পাওয়া ক্রিস ওকস। চার উইকেট হারিয়ে ৯১ রানে সেশন শেষ করে অজিরা। ম্যাচের আগে আহত ক্যামেরন গ্রিনের বদলে মিচেল মার্শের (Mitchell Marsh) দলে জায়গা পাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। তিনি সমালোচকদের মুখ একেবারে বন্ধ করে দেন। লাঞ্চের পরে চরম আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করতে শুরু করেন মার্শ। চা বিরতির আগেই নিজের শতরান পূর্ণ করে ফেলেন তিনি। তাঁর ও ট্র্যাভিস হেডের শতাধিক রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়ার ইনিংসকে তড়তড়িয়ে এগিয়ে নিয়ে যায়।
তবে ক্রিস ওকস চা বিরতির ঠিক আগে ১১৮ বলে ১১৮ রান করা মার্শকে সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে স্বস্তি এনে দেন। হেড ও মার্শের ১৫৫ রানের পার্টনারশিপ ভাঙে। চা বিরতির পর শুধুই মার্ক উডের আগুন ঝরানো। সেই আগুনে বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়ান লোয়ার অর্ডার তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। তৃতীয় সেশনে মাত্র ৮.৩ ওভাপে ২৩ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২৬৩ রানে শেষ হয় তাঁদের ইনিংস। উড পাঁচ উইকেট নেন। টড মার্ফি (১৩) ছাড়া শেষ পাঁচ অজি ব্যাটারের কেউই দুই অঙ্কের রানও করতে পারেননি।
তবে অল্প রানের পুঁজি নিয়েও অজিরা লড়াইয়ে দুরন্তভাবে ফিরে আসে। সৌজন্যে দলের নেতা প্যাট কামিন্স (Pat Cummins)। শুরুতেই বেন ডাকেট (২) ও হ্যারি ব্রুককে (৩) ফেরান তিনি। জ্যাক ক্রাউলি খানিকটা লড়াই করলেও মিচেল মার্শ ৩৩ রানে তাঁর ইনিংস সমাপ্ত করেন। দিনশেষে ইংল্যান্ডের হয়ে জো রুট ১৯ রানে ও জনি বেয়ারস্টো এক রানে অপরাজিত রয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?