ওয়েলিংটন:  কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের (NZ vs AUS) প্রথম দিনে ৮৯ রানে চার উইকেট হারিয়ে এক সময় কার্যত ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থান থেকে অনবদ্য শতরানে প্রথম দিনশেষে অস্ট্রেলিয়াকে লড়াইয়ের জায়গা করে দিয়েছিলেন ক্যামেরন গ্রিন। ম্যাচের দ্বিতীয় দিন জস হ্যাজেলউডকে (Josh Hazlewood) সঙ্গে নিয়ে ঐতিহাসিক দশম উইকেটের পার্টনারশিপে অস্ট্রেলিয়ার হাতে ম্যাচের রাশ তুলে দিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)।


২৬৭ রানে নয় উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থান থেকে গ্রিন ও হ্যাজেলউড ১১৬ রানের পার্টনারশিপ যোগ করেন যা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দশম উইকেটে অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ। এই পার্টনারশিপের দৌলতেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৮৩ রানের লড়াকু টোটাল খাড়া করে বোর্ডে। ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন ১৭৪ রানে। জস হ্যাজেলউডের সংগ্রহ ২২ রান। নিউজ়িল্যান্ড বল হাতে অতিরিক্ত ৪১ রান দেয়।


প্রথম দিন খানিকটা দেখেশুনে ব্যাট করার পর ম্যাচের দ্বিতীয় দিন কিন্তু শুরু থেকেই আগ্রাসী ছন্দে ছিলেন গ্রিন। কিউয়ি বোলারদের শর্ট বলের বিরুদ্ধে বিশেষ করে নিজের শক্তির প্রদর্শন করে বড় বড় শট মারেন গ্রিন। অস্ট্রেলিয়ার ইতিহাসে দশম উইকেটে গ্রিন ও হ্যাজেলউডের এই পার্টনারশিপটা অবশ্য চতুর্থ সর্বোচ্চ। 


গ্রিনের ব্যাটিং দৌরাত্ম্যের পর অস্ট্রেলিয়ান বোলাররা বল হাতে দাপট দেখান। আরও স্পষ্টভাবে বলতে গেলে ন্যাথান লায়নের ঘূর্ণির ফাঁদে নাস্তানাবুদ হয় কিউয়ি ব্যাটিং লাইন আপ। কিউয়ি টপ অর্ডার তো সম্পূর্ণ ব্যর্থ। কেউ দুই অঙ্কের রানই করতে পারেননি। দলের হয়ে টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপ্স ও ম্যাট হেনরি লড়াইটা করেন। ব্লান্ডেল ৩৩, ফিলিপ্স শতাধিক স্ট্রাইক রেটে ৭১ রানের ইনিংস খেলন। দুইজনে ষষ্ঠ উইকেটে ৮৪ রান যোগ করেন। শেষের দিকে হেনরি ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। নিউজ়িল্যান্ড কোনওরকমে ১৭৯ রান তোলে বোর্ডে।   


ফলো অন করানোর সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন। তবে কিউয়ি অধিনায়ক টিম সাউদি শেষবেলায় দুই উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়ার স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৩ রান। আপাতত ২১৭ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: শ্রেয়স, ঈশানের কড়া 'শাস্তি', কী বললেন জাতীয় দলে ব্রাত্য বাংলার ঋদ্ধিমান?