নাইরোবি: মাসখানেকও হয়নি, ঘটা করে ঘোষণা করা হয়েছিল যে, কিনিয়া জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ করা হচ্ছে তাঁকে।
ভারতের প্রাক্তন ক্রিকেটার সেই ডোড্ডা গণেশকে (Dodda Ganesh) ৩০ দিনের মধ্যেই ছাঁটাই করল কিনিয়া ক্রিকেট বোর্ড (Kenya Cricket Board)। কেন? নেপথ্যে উঠে আসছে চূড়ান্ত অপেশাদার মনোভাবের ছবি। বলা হচ্ছে, নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া করা হয়নি।
কিনিয়া ক্রিকেট বোর্ডের অন্তর্কলহের ছবিটাই ফের প্রকাশ্যে উঠে এসেছে। ১৪ অগাস্ট কিনিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, এক বছরের চুক্তিতে ডোড্ডা গণেশের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল। ২০২৬ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে আফ্রিকা পর্বের যোগ্যতা অর্জন করার ম্যাচ রয়েছে। সেই পর্বের জন্য ডোড্ডা গণেশের ওপর নির্ভর করেছিল কিনিয়া ক্রিকেট বোর্ড।
কিন্তু দায়িত্ব নেওয়ার পর ঠিক এক মাসের মাথায় ছাঁটাই করা হল এক সময় সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের সঙ্গে খেলা ক্রিকেটারকে। কিনিয়া ক্রিকেট বোর্ডের কার্যকরী কমিটির সদস্যরা বৈঠক করে জানিয়েছেন, ৫১ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হচ্ছে। তাঁর নিয়োগকে অনুমোদন দেয়নি কিনিয়া ক্রিকেট বোর্ডের কার্যকরী কমিটি। নির্ধারিত নিয়ম মেনে তাঁর নিয়োগ হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে।
কিনিয়া ক্রিকেট বোর্ডের তরফে ডোড্ডা গণেশকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, 'মিস্টার মনোজ পটেল ও আপনার মধ্যে ৭ অগাস্ট, ২০২৪ সালে যে চুক্তি হয়েছিল তা বাতিল করা হচ্ছে। পাশাপাশি এ-ও বলা হচ্ছে যে, উক্ত চুক্তির কোনও দায়ভার ক্রিকেট কিনিয়ার ওপর থাকবে না। আপনাকে বলা হচ্ছে কিনিয়া জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আর কোনওভাবে সংযুক্তিকরণ রাখবেন না। এ নিয়ে কোনও বক্তব্য থাকলে তা বোর্ডের চেয়ারম্যান মনোজ পটেল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে হবে যাঁরা নিয়ম ভেঙে ও সঠিক পদ্ধতি না মেনে আপনাকে নিয়োগ করেছিল।'