লন্ডন: প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ (The Ashes) সিরিজে ১-০ এঘিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে লর্ডসে দ্বিতীয় টেস্টের (ENG vs AUS 2nd Test) প্রথম দিনেও শুরুটা কিন্তু দুর্দান্তভাবেই করল অস্ট্রেলিয়া। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৩৯/৫। প্রথম দিনেই বড় রান তুলে ম্যাচের রাশ কিন্তু নিজেদের হাতে নিয়ে নিয়েছেন অজিরা। সৌজন্যে তিন তারকা ক্রিকেটারের দুরন্ত অর্ধশতরানের ইনিংস এবং দুইটি শতাধিক রানের পার্টনারশিপ।


গত ম্যাচে বল করার সময় আঙুলে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। এই ম্যাচে তাঁর বদলি হিসাবে এক স্পিনারের বদলে বাড়তি পেসার জস টাঙকে দলে নিয়েছিল। তিনি দুই উইকেট নিলেন বটে, তবে দিনের শেষে ইংল্যান্ডের সফলতম বোলার কিন্তু একজন স্পিনারই। তিনি জো রুট। টাঙ এবং রুট উভয়েই দু'টি করে উইকেট নিলেও, টাঙ ৮৮ রান খরচ করেন। সেখানে রুট মাত্র আট ওভার হাত ঘুরিয়ে ১৯ রানের বিনিময়ে দিনের শেষের দিকে দুইটি উইকেট নেন।


টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরুটা কিন্তু দুই অজি ওপেনার বেশ ভালই করেন। উসমান খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার (David Warner) ওপেনিংয়ে ৭৩ রান যোগ করেন। দুই ওপেনারকেই দুরন্ত দুই বলে ফেরান টাঙ। খাওয়াজা ১৭ রান করেন। ওয়ার্নার কিন্তু ৮৮ বলে বেশ আগ্রাসী মেজাজে ৬৬ রানের ইনিংস খেলেন। টাঙের এক স্বপ্নের বলেই ওয়ার্নারকে শেষমেশ সাজঘরে ফিরতে হয়। অবশ্য মেঘলা দিনে ইংল্যান্ডের দুই তারকা ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড, তেমন প্রভাবই ফেলতে পারেননি।


প্রথম সেশনের শেষ বলে আউট হন খাওয়াজা। দ্বিতীয় সেশনের শুরুর দিকেই ওয়ার্নারও ফেরেন। কিন্তু তারপর মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের (Steve Smith) বিরুদ্ধে ইংল্যান্ডের বোলাররা তেমন দাঁতই ফোটাতে পারেননি। দ্বিতীয় সেশনে আর কোনও উইকেটই হারায়নি অস্ট্রেলিয়া। তবে লাবুশেন অর্ধশতরান হাতছাড়া করেন। চা বিরতির পরেই ৪৭ রানে তাঁকে ফেরান অলি রবিনসন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিধ্বংসী এক শতরান করেছিলেন ট্রাভিস হেড (Travis Head)। এদিন লাবুশেন আউট হওয়ার পর তিনি মাঠে নেমে ফের একবার সেই আগ্রাসী ছন্দেই ব্য়াট করতে থাকেন। ৫০-এরও কম বল খেলে তিনি অর্ধশতরান পূরণ করেন।


কিন্তু দিনের শেষের দিকে রুটের বিরুদ্ধে এগিয়ে এসে বড় শট মারার প্রয়াসেই স্টাম্প আউট হন তিনি। তরুণ অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও ওই একই ওভারে ফেরান রুট। তারপর অবশ্য আর কোনও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। স্মিথ ৮৫ ও অ্যালেক্স ক্যারি ১১ রানে অপরাজিত রয়েছেন। স্মিথ এই ইনিংসের সুবাদেই, দ্রুততম অস্ট্রেলিয়ান (১৭৪ ইনিংস) এবং দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে নয় হাজার টেস্ট রান সম্পূর্ণ করলেন। প্রথম দিনে দ্বিতীয় নতুন বলে মাত্র দুই ওভার বল করেছে ইংল্যান্ড। তাই দ্বিতীয় দিনের শুরুটা কার্যত নতুন বলেই করবেন অ্যান্ডারসনরা। ম্যাচে টিকে থাকতে কিন্তু নতুন বলকে কাজে লাগানো ইংল্যান্ডের জন্য ভীষণই জরুরি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?