আমদাবাদ: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজই ছিল ভারতীয় দলের বিভিন্ন কম্বিনেশন দেখে নেওয়ার শেষ মঞ্চ। যে পরীক্ষায় লেটার মার্কস পেয়ে পাশ করেছে টিম ইন্ডিয়া (Team India)। ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে চুনকাম করেছে ভারত। 

বুধবার শেষ ম্যাচে আমদাবাদে ইংল্যান্ডকে ১৪২ রানে দুরমুশ করে সিরিজ ৩-০ করেছে ভারত। যদিও ম্যাচের পর একজনকে নিয়ে আলোচনা চলছে বিভিন্ন স্তরে। তিনি, ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে যিনি একটিও ম্যাচে একাদশে জায়গা পাননি। উইকেটকিপার হিসাবে খেলানো হয়েছে কে এল রাহুলকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে দুই তারকাই আছেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রাহুলের ওপরই আস্থা দেখানো হয়েছে। তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মাঠের বাইরেই কাটাতে হবে পন্থকে? রাহুলই কি ভারতের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটকিপিং করবেন?

 

আমদাবাদে ম্যাচ জিতে উঠে সাংবাদিক সম্মেলনে বড় ইঙ্গিত দিলেন স্বয়ং ভারতীয় কোচ গৌতম গম্ভীর। বলেছেন, 'কে এল আমাদের এক নম্বর উইকেটকিপার। এই মুহূর্তে এটাই বলতে পারি। ঋষভ পন্থও সুযোগ পাবে। তবে এই মুহূর্তে কে এল ভাল করছে। আর আমরা দুজন উইকেটকিপার, ব্যাটার খেলাতে পারি না।' যাঁরা দাবি তুলছেন যে, শুধু বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে পন্থকে খেলানো হোক, তাঁদেরও যেন বার্তা দিয়েছেন গুরু গম্ভীর।

আরও পড়ুন: উদাহরণ তৈরি করলেন গম্ভীর, চোখ, কিডনি-সহ আর কোন অঙ্গদানের অঙ্গীকার?

শুভমন গিল বুধবার সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন। গম্ভীর বলেছেন, 'একটা করে ইনিংস দেখে কাউকে বিচার করতে বসা ঠিক নয়। ওর বয়স কম। মাত্র ২৫ বছর বয়স। ওর ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল। আর যদি ও কোনও ফর্ম্যাটে ধারাবাহিকতা দেখিয়ে থাকে সেটা হল টেস্ট ক্রিকেট। ও প্রমাণ করেছে যে ওই এই স্তরে খেলার যোগ্য। আমাদের এই তরুণদের ওপর বিশ্বাস রাখতে হবে।'