আমদাবাদ: দীর্ঘ সময় ধরে তাঁর ফর্মে ফেরার অপেক্ষায় ছিলেন সকলে। আমদাবাদে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং দেখে কে বলবে, তাঁর ফর্ম নিয়ে চারিদিকে এত হাহাকার। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে (IND vs ENG 3rd ODI) দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। কেরিয়ারের ৭৩তম ওয়ান ডে হাফসেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। আর বিরাট কোহলির ব্যাট চলা মানেই রেকর্ডের ঝুলি। আজও একাধিক রেকর্ড গড়লেন তিনি।

আমদাবাদে রোহিত শর্মা মাত্র এক রান করেই সাজঘরে ফিরেছিলেন। ফলে নতুন বলের সামনে শুরুতেই ব্যাটিংয়ে নামতে হয়েছিল কোহলিকে। মার্ক উডের বিরুদ্ধে চতুর্থ, পঞ্চম স্টাম্পের বলে কয়েকবার বিট হন কোহলি। তবে নিজের মনসংযোগ নষ্ট হতে দেননি তিনি। দুরন্ত ফ্লিক, ছবির মতো স্ট্রেট ড্রাইভ, অনবদ্য স্কোয়ার কাটে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মন মাতালেন 'কিং কোহলি'।   

৫২ রানের ইনিংসের সুবাদেই কোহলি এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে চার হাজার রান পূরণ করেন। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পর এই নিয়ে তৃতীয় দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করলেন কোহলি। ভিভি, সচিন তেন্ডুলকররা দুই দলের বিরুদ্ধে চার হাজার বা তার বেশি রান করেছেন। তবে তিনটি দলের বিরুদ্ধে চার হাজার রানের গণ্ডি পার করার কৃতিত্ব তিনি বাদে কেবল রিকি পন্টিংয়েরই রয়েছে। শুধু তাই নয়, 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙেন 'কিং'। 

 

দ্রুততম ব্যাটার হিসাবে কোহলি এদিন এশিয়ার মাঠে ১৬ হাজার রানের গণ্ডি পার করলেন। মাত্র ৩৪০ ইনিংসে এই গণ্ডি পার করলেন তিনি। সচিনের সর্বকালীন রেকর্ড ভাঙলেন কোহলি। সচিন ৩৫৩ ইনিংসে ১৬ হাজার রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে ফেললেন কোহলি। আশা তাঁর কাছে এই ম্যাচে নিঃসন্দেহে আরও বেশি রানের ছিল। তবে অর্ধশতরানের পর আদিল রশিদের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন কোহলি। অবশ্য দীর্ঘদিন রান না পাওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে এই হাফসেঞ্চুরি কিন্তু কোহলির ফর্মে ফেরারই ইঙ্গিত দেয়।

 

আরও পড়ুন: জাতীয় অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ বুমরা?