Gautam Gambhir: 'কোচ হিসেবে বেশিদিন টিকতে পারবেন না গম্ভীর', বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য ভাইরাল
Jogindar Sharma On Gautam Gambhir: ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের সেই ঐতিহাসিক ওভারে বল করেছিলেন যোগিন্দারই
মুম্বই: ঢাকঢোল পিটিয়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি সিরিজে তাঁর কোচিংয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল মেন ইন ব্ল্যুজরা। কিন্তু ওয়ান ডে সিরিজে এখনও পর্যন্ত দু ম্য়াচ হয়ে গেলেও জয়ের মুখ দেখতে পারেনি রোহিত শর্মা ব্রিগেড। প্রথম ম্য়াচে টাই ও দ্বিতীয় ম্য়াচে রবিবার জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। ওয়ান ডে ফর্ম্য়াটে কোচ হিসেবে জয়ের মুখ এখনও দেখা বাকি গৌতম গম্ভীরের। কিন্তু এরমধ্য়েই তাঁকে নিয়ে মন্তব্য করলেন একসময়ে গম্ভীরের জাতীয় দলের সতীর্থ যোগিন্দার শর্মা।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের সেই ঐতিহাসিক ওভারে বল করেছিলেন যোগিন্দারই। সেই ম্য়াচেই দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন গম্ভীরও। এবার গম্ভীরকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করলেন যোগিন্দার শর্মা। তিনি বলছেন, ''দলের প্রত্যেককে নিয়ে চলার মত ক্ষমতা গৌতম গম্ভীরের রয়েছে। দল হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার ভারতীয় ক্রিকেটকে। কিন্তু আমার মনে হয় গম্ভীর বেশিদিন কোচ হিসেব থাকতে পারবে না।''
শুভঙ্কর মিশ্রার পডকাস্টে এসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ''গৌতম গম্ভীরের নিজের কিছু সিদ্ধান্ত থাকে। হতে পারে এই পরিস্থিতিতে কোনও প্লেয়ারের সঙ্গে কিছু মনোমালিন্য হয়ে যেতে পারে ওঁর। বিরাট কোহলির কথা এখানে বলছি না। গৌতম গম্ভীরের সিদ্ধান্ত বেশ কয়েকবার এমন হয়েছে যেখানে অনেকের সঙ্গে দ্বিমত হয়েছে।''
যদিও গম্ভীরের প্রশংসা করেই যোগিন্দার শর্মা বলেন, ''গৌতম গম্ভীর সোজা কথা সহজভাবে বলা পছন্দ করেন। ওঁ কারও কাছে কোনও আর্জি করেন না। তাবেদারি করে না গম্ভীর। ওঁ নিজের কাজ করে যাওয়াই পছন্দ করে। হৃদয় থেকে কাজ করে, সিদ্ধান্ত নেয়। সৎভাবে করার চেষ্টা করে।''
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে দুই মহাতারকার। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্বজয়ের পর এই সিরিজ়েই প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে। সিরিজ় শুরুর আগে জোরকদমে বৃহস্পতিবার অনুশীলনও করে ভারতীয় দল। সেই অনুশীলনেই কোচ গৌতম গম্ভীর ও বিরাট কোহলির এক ছবি নেটিজেনদের নজর কেড়েছে। ছবিতে কোহলি ও গম্ভীরকে পাশাপাশি দাঁড়িয়ে বেশ খোশমেজাজে হাসতে হাসতে কথা বলতে দেখা যায়। এখন দেখার এই সুসম্পর্ক বজায় থাকলেই ভারতীয় ক্রিকেটের জন্য ভাল।