নয়াদিল্লি: কদিন আগে পর্যন্ত ভারতের কতজন ক্রিকেটপ্রেমী তাঁর নাম শুনেছিলেন বলা দুষ্কর। তবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এমন এক কাণ্ড ঘটিয়েছেন হিমাংশু সাঙ্গওয়ান যে, তিনিই সংবাদের শিরোনামে।
রঞ্জি ট্রফিতে রেলওয়েজের পেসার বিরাটের স্টাম্প ছিটকে হইচই ফেলে দিয়েছেন। তাও এমনভাবে বোল্ড করেছেন কিংগ কোহলিকে, যে দৃশ্য হিমাংশুর সারাজীবনের সঞ্চয় হয়ে থেকে যাবে।
এবার কোহলিকে আউট করা নিয়ে অবাক করা এক তথ্য দিলেন হিমাংশু। বললেন, 'আমরা যে বাসে যাতায়াত করছিলাম, সেই বাসের চালক আমাকে বলেছিলেন যে, আপনাকে চতুর্থ-পঞ্চম স্টাম্প লাইনে বিরাট কোহলির কাছে বল করতে হবে, এবং তারপরে তিনি আউট হবেনই। সেই আত্মবিশ্বাস ছিল। আমি শুধু ফোকাস করতে চেয়েছিলাম। অন্য কারও দুর্বলতার চেয়ে আমার নিজের শক্তিতে বল করে উইকেট পেয়েছিলাম।'
আরও পড়ুন: ইংল্যান্ড ৯৭ অল আউট! অভিষেকের অলরাউন্ড শোয়ে রোশনাই ভারতীয় ক্রিকেটে
হিমাংশু আরও বলেছেন, 'সাধারণভাবে বিরাট কোহলির জন্য কোন নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। কোচ আমাদের বলেছিলেন যে দিল্লির খেলোয়াড়রা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করে। তারা সবাই স্ট্রোক খেলতে ভালবাসে। আমাদের একটি সুশৃঙ্খল লাইনে বল করতে বলা হয়েছিল। সেভাবেই কোহলিকে আউট করি।'
অফস্টাম্প ও তার বাইরের বলে বারবার বিরাট কোহলির ব্যর্থতা সর্বজনবিদিত। জেমস অ্যান্ডারসন যে দুর্বলতা সম্ভবত প্রথমবার গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। বর্ডার-গাওস্কর ট্রফিতে কোহলির এই দুর্বলতাই কাজে লাগিয়েছিল অস্ট্রেলিয়া। সেই দ্বিপাক্ষিক সিরিজে ৯ ইনিংসের মধ্যে ৮ বার কোহলিকে এইভাবেই ফাঁদে ফেলেছিলেন অজি পেসাররা।
ম্যাচে, হিমাংশু অফ স্টাম্পের ঠিক বাইরে পড়ে যাওয়া বল দিয়ে কোহলিকে দুবার পরাজিত করেন। পুরো লেংথের বলে কোহলির কাছে চার হজম করেন এই পেসার। কিন্তু পরের ডেলিভারিতে ব্যাটারকে নাস্তনাবুদ করেন। হিমাংশু তাঁর বলের লেংথ ছোট করে এবং বলটি কিছুটা কোণ থেকে রিলিজ করেন, যা কোহলির ব্যাট ও প্যাডের মধ্যে ফাঁক খুঁজে নেয়।
বর্ডার-গাওস্কর ট্রফিতে কোহলির শুরুটা ভাল হয়েছিল। কিন্তু পরের দিকে অস্ট্রেলিয়ার কৌশলের সামনে মাথা নত করতে বাধ্য হন।
আরও পড়ুন: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?