দুবাই: গত বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছিলেন তিনি। এই বছরও নিজের খেতাব ধরে রাখার দৌড়ে রয়েছেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ফের একবার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। সেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন আরেক ভারতীয় তারকা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
সূর্যকুমার যাদব বছরের শুরুটা খুব একটা আহামরি করতে পারেননি। বিশ ওভারের ফর্ম্যাটে নিজের প্রথম ইনিংসে তিনি সাত রান করেন। তবে তার পরের দুই ম্যাচেই ৫১ ও অপরাজিত ১১২ রানের ইনিংস খেলে সূর্য বুঝিয়ে দেন যে তিনি আরও এক দুরন্ত বছরের জন্য তৈরি। শেষমেশ ২০২৩ সালে ১৭ ইনিংসে ১৫৫.৯৫ স্ট্রাইক রেট ও ৪৮.৮৬ গড়ে মোট ৭৩৩ রান করে বছর শেষ করেন তিনি। সূর্যর সঙ্গে বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা, নিউজ়িল্যান্ডের মার্ক চ্যাপম্যান এবং প্রথম অ্যাসোসিয়েট ক্রিকেটার হিসাবে বর্ষসেরার সেরার দৌড়ে রয়েছেন আল্পেস রামজানি। তিনিই প্রথম ক্রিকেটার হিসাবে এক বছরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০টি উইকেট নেন।
অপরদিকে, এই বছরই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান ভারতের ২২ বছর বয়সি তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ় সফরে নিজের টেস্ট অভিষেকেই শতরান হাঁকান যশস্বী। ওই সফরেই টি-টোয়েন্টি অভিষেকও ঘটান তিনি। টেস্টের মতো টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে নজর কাড়তে না পারলেও, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৮৪ রান করেন তিনি। ভারতের এশিয়ান গেমসজয়ী দলের সদস্য ছিলেন মুম্বইয়ের তরুণ। তাই উদীয়মান ক্রিকেটারদের দৌড়ে তাঁর থাকাটাও স্বাভাবিক।
সেরা হওয়ার দৌড়ে যশস্বীর প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার দিলসান মধুশঙ্কা, নিউজ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং দক্ষিণ আফ্রিকার তরুণ ফাস্ট বোলার জেরাল্ড কোয়েৎজ়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সৌরভ, উপহার দিলেন ব্যাট