নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বল হাতে জ্বলে উঠেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন অর্শদীপ সিংহ। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার প্রথম দশে প্রবেশ করলেন অর্শদীপ। বাঁহাতি পেসার এই প্রথম আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম দেশে ঢুকলেন। ১৬ নম্বর থেকে এক লাফে ৮ ধাপ উঠে ৮ নম্বরে রয়েছেন অর্শদীপ।
বুধবার প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছেন অর্শদীপ। এর আগে ১৩ নম্বরে ছিলেন তিনি। তবে গ্বালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বল হাতে দুরন্ত পারফর্ম করার পরই লম্বা লাফ দিলেন অর্শদীপ।
আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন অর্শদীপ। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। তারপর দুইয়ে রয়েছেন আকিল হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে দলে ডাক পাননি রবি বিষ্ণোই। তিনি ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে ১২ নম্বরে রয়েছেন।
অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ উঠে এলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তিনি পুরুষদের আইসিসি টি-২০ অলরাউন্ডারদের তালিকার প্রথম তিনে ফিরেছেন। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। গত জুনে ভারতের টি-২০ বিশ্বকাপ জেতার পর ব়্যাঙ্কিংয়ে একে ছিলেন হার্দিক। দ্বিতীয় স্থানে রয়েছেন নেপালের দীপেন্দ্র সিংহ আইরে (Dipendra Singh Airee)। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে ভারতের আর কেউ নেই। ১১ নম্বরে রয়েছেন অক্ষর পটেল।
গ্বালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন অর্শদীপ। বাঁহাতি পেসার তুলে নিয়েছিলেন তিন উইকেট। ৩.৫ ওভারে মাত্র ১৪ রান খরচ করে। অন্যদিকে, বল হাতে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটে ১৬ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন হার্দিক।
আরও পড়ুন: জন্মদিনে এমন উপহার কল্পনাও করেননি তরুণী, মুম্বইয়ের রাস্তায় হাত মেলালেন কিংবদন্তি!
আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই নম্বর স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড রয়েছেন শীর্ষে।