সেন্ট লুসিয়া: ১৮১ রানের লক্ষ্য নেহাত কম ছিল না। তবে ফিল সল্টের (Phil Salt) দৌরাত্ম্যে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ়কে কার্যত হেলায় হারাল ইংল্যান্ড (West Indies vs England)। ১৫ বল বাকি থাকতে আট উইকেটেই জয় পেল ইংল্যান্ড। জনি বেয়ারস্টো (Jonny Bairstow) ও ফিল সল্টের ৯৭ রানের পার্টনারশিপই ইংল্যান্ড জয় সুনিশ্চিত করে। দুই তারকাই অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতিয়েই মাঠ ছাড়েন।


এদিন টস হেরে প্রথমে ব্যাট করা নামা ওয়েস্ট ইন্ডিজ়র হয়ে দুই ওপেনার ব্র্যান্ডন কিং এবং জনসন চার্লস শুরুটা বেশ ভালই করেন। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়েই ৫৪ রান তোলে আয়োজক দেশ। তবে স্যাম কারানের বিরুদ্ধে কভার ড্রাইভ মারতে গিয়েই কিং-র পেশি চোট লাগে। তবে নিকোলাস পুরান, জনসন চার্লসরা ভালভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে কেউই অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেননি। তবে রোভম্যান পাওয়েল ৩৬, শারফেন রাদারফোর্ড ২৮ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়কে চার উইকেটে ১৮০ রান তুলতে সাহায্য করেন। 


বড় রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে সহজে জয় এনে দেয় সল্টের ব্যাটিং। কেকেআরের হয়ে এ বারের আইপিএলে ফিল সল্টের ঝোড়ো ব্যাটিং দেখেছে ভারতীয় ক্রিকেটমহল। কলকাতা থেকে ক্যারিবিয়ান, সেই চেনা ছন্দেই ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। ৪৭ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন ইংল্যান্ড ওপেনার। বাটলারের সঙ্গে শুরুতে ৬৭ রানের পার্টনারশিপে সল্ট দলের হয়ে শুরুটা বেশ ভালই করেছিলেন। রস্টন চেজ়ের বলে ২৫ রানে সাজঘরে ফেরেন। মঈন আলিকে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য তিনে নামানো হয়। তবে তিনি ১৩ রানের বেশি করতে পারেননি। এরপরেই সল্টকে সঙ্গ দিতে নামেন জনি বেয়ারস্টো।


বেয়ারস্টো নেমেই দুরন্ত আগ্রাসী ছন্দে ব্যাট করতে শুরু করেন। ভাগ্যও কিছুটা সহায় হয় তাঁর। ব্যাটের কাণায় লাগা একাধিক বল বাউন্ডারি পার হয়। সল্ট সেখানে যোগ্য পার্টনার হিসাবে বেয়াস্টোকেই অধিকাংশ স্ট্রাইক দিচ্ছিলেন। তবে ৩৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূরণের পরেই ঝড় তোলেন তিনি। রোমারিও শেফার্ডের ১৬তম ওভারে ৩০ রান তোলেন ইংলিশ ওপেনার। তিনটি ছক্কা ও সমসংখ্যক চার মারেন তিনি। এই ওভারই ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচে ফেরার সব আশা শেষ করে দেয়। সহজে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সুপার এইটে আফগান কাঁটা উপড়ে ফেলতে পারবে ভারত? চর্চায় কোহলি-কুলদীপ