ইনদওর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১১২ রানের ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। কিউয়িদের বিরুদ্ধে সিরিজে এটি তাঁর দ্বিতীয় শতরান। তিন ম্যাচের সিরিজে সর্বকালের সর্বাধিক মোট ৩৬০ রান করেন শুভমন। স্বাভাবিকভাবেই তাঁকেই সিরিজ সেরাও ঘোষণা করা হয়। তবে দুর্দান্ত সিরিজের শেষ ম্যাচ দুর্দান্ত শতরান হাঁকালেও গিলের দাবি তাঁর বাবা না কি তাঁর ইনিংসে একদমই খুশি হবেন না।


শতরানেও খুশি


বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট এক সাক্ষাৎকারে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে গিল ম্যাচ শেষে বলেন, 'আমার মনে হয় না ওঁ (গিলের বাবা) আমার এই ম্যাচের পারফরম্যান্সে খুশি হবেন। ওঁ সামনে থাকলে এই সুযোগকে কাজে লাগিয়ে আমায় আরও বড় রানের ইনিংস খেলতে বলত।' পাশাপাশি শুভমন জানান ওয়ান ডে ফর্ম্যাটে পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাওয়া যায় বলে এই ফর্ম্যাটটি তাঁর বেশ পছন্দের।


তিনি বলেন, 'এই ফর্ম্যাটে আমি ব্যাট করতে পছন্দ করি। এই ফর্ম্যাটে পিচ এবং পরিবেশ কেমন সেটা পরখ করে তারপর নিজের শট খেলার সুযোগ থাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ঈশান কিষাণ থাকায় আমি সুযোগ পাব কি না, সেই বিষয়ে নিশ্চিত ছিলাম না। ও তো গত ম্যাচেই দ্বিশতরান করেছিল। তবে আপনি (রাহুল দ্রাবিড়) ও রোহিত ভাই আমার ওপর যে ভরসাটা দেখিয়েছেন সেটা আমায় অনেক আত্মবিশ্বাস জোগায়।'


প্রথম দশে গিল


নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে চোখধাঁধানো ফর্মে ছিলেন শুভমন গিল। তিন ম্যাচের সিরিজে একটি শতরান, একটি দ্বিশতরানসহ মোট ৩৬০ রান করেন ভারতীয় ওপেনার। তিন ম্যাচের সিরিজে বাবর আজমের সঙ্গে যুগ্মভাবে এটি সর্বকালের সর্বোচ্চ রান। এই দুরন্ত ফর্মের সুফল সদ্য প্রকাশিত আইসিসি ব়্য়াঙ্কিংয়েও (ICC ODI Rankings) পেলেন গিল। তিনি ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক লাফে ২০ ধাপ এগোলেন।


ওয়ান ডেতে ২১ ম্যাচ খেলে গিল ৭৩.৭৬-র গড়ে ১২৫৪ রান করেছেন। তিনি চারটি শতরানের পাশাপাশি পাঁচটি অর্ধশতরানও হাঁকিয়েছেন। নতুন বছরটা গিল দুরন্ত ফর্মে শুরু করেছেন। এর ফলে আইসিসির বিচারে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ভারতীয় ওপেনার প্রথম দশে জায়গা করে নিলেন। ২০ ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা ছয় নম্বরে উঠে এলেন গিল। ভারতীয় দলের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও পিছনে ফেলে দিয়েছেন গিল। বর্তমানে গিলের পরেই ব়্যাঙ্কিংয়ে সাত নম্বরে রয়েছেন বিরাট। কিউয়িদের বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে শতরান হাঁকানো রোহিত শর্মা ও দুই ধাপ এগিয়ে যুগ্মভাবে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় আট নম্বরে রয়েছেন।


আরও পড়ুন: ইতিবাচক বৈঠক, চলতি বছরেই শুরু হতে পারে সৌরভের বায়োপিকের শ্যুটিং