IND vs NZ 3rd T20 LIVE: টাই হল তৃতীয় ম্যাচ, সিরিজ জিতল ভারত
IND vs NZ 3rd T20 LIVE Updates: গত ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে আছে ভারতীয় দল।
বৃষ্টির জেরে আর খেলা সম্ভব হল না। এই ম্যাচ টাই হয়ে গেল। তবে দ্বিতীয় ম্যাচ জেতায় ১-০ সিরিজ জিতল ভারত।
বৃষ্টির ফলে আপাতত স্থগিত ম্যাচ। নয় ওভার শেষে ভারতের স্কোর ৭৫/৪। এই অবস্থায় ম্যাচ খেলা আর সম্ভব না হলে ম্যাচ টাই ঘোষিত হবে।
গত ম্যাচে শতরান করলেও, এই ম্যাচে মাত্র ১৩ রানেই সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব। ৬০ রানে চতুর্থ উইকেট হারাল ভারতীয় দল।
তিন উইকেট হারিয়ে পঞ্চম ওভারে ৫০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ভারতের হয়ে সূর্যকুমার ৫ ও পাণ্ড্য ২২ রানে ব্যাট করছেন। বর্তমানে ভারতের স্কোর ৫ ওভার শেষে ৫০/৩।
পরপর দুই ওভারে দুই উইকেট হারাল ভারত। ঈশান কিষাণ ১০ ও ঋষভ পন্থ ৯ রান সাজঘরে ফিরলেন। তিন ওভার শেষে ভারতের স্কোর ২৪/৩। শ্রেয়স আইয়ারও প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন।
১৬০ রানেই শেষ নিউজিল্যান্ড ইনিংস। সাউদিকে ৬ রানে ফিরিয়ে ইনিংস সমাপ্ত করেন হর্ষল পটেল।
একের পর এক উইকেট হারিয়েই চলেছে নিউজিল্যান্ড। ১৮তম ওভারে জোড়া সাফল্য পেলেন সিরাজ। নিউজিল্যান্ডের স্কোর ১৪৯/৪। সিরাজ ১৭ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করলেন সিরাজ।
পরপর ওভারে দুই সেট ব্যাটারকে ফেরাল ভারত। ফিলিপ্সের পর ৫৯ রানে ফিরে গেলেন ডেভন কনওয়েও। ১৭ ওভার শেষে স্কোর ১৪৭/৪।
৮৬ রানের পার্টনারশিপ ভাঙলেন মহম্মদ সিরাজ। ৫৪ রানে গ্লেন ফিলিপ্সকে ফেরালেন সিরাজ। ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৩৫/৩।
শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেললেও, ডেভন কনওয়ে এবং গ্লেন ফিলিপ্স দারুণভাবে নিউজিল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। কনওয়ে ৪৮ ও ফিলিপ্স ৩৫ রানে ব্যাট করছেন। ১৩ ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে নিউজিল্যান্ডের স্কোর ১০৫।
ইনিংসের মাঝপথে এক ৫০ পার করল নিউজিল্যান্ড। অষ্টম ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে নিউজিল্যান্ডের স্কোর ৫৫।
ফিন অ্যালেনকে তিন রানে সাজঘরে ফেরালেন অর্শদীপ সিংহ। দুই ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯/১।
ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে চার রান করল নিউজিল্যান্ড।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামবেন না কেন উইলিয়ামসন। পরিবর্তে দলের দায়িত্ব সামলাবেন টিম সাউদি।
বৃ্ষ্টির জেরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত সময় টস হল না।
প্রেক্ষাপট
নেপিয়ার: প্রথম টি-টোয়েন্টি বৃৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও প্রভাব ফেলেছিল বৃষ্টি। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দুর্দান্ত শতরানে ভর করে ৬৫ রানে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। কাজে দেয়নি টিম সাউদির দুরন্ত হ্যাটট্রিক। আজ সিরিজ জয়ের লক্ষ্যে নেপিয়ারের ম্যাকলেন পার্কে তৃতীয় টি-টোয়েন্টিতে কিউয়িদের বিরুদ্ধে (IND vs NZ 3rd T20) মাঠে নামছে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন ভারতীয় দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -