IND vs NZ 1st T20 Live: এক বলও খেলা সম্ভব হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ
IND vs NZ 1st T20: রোহিত, রাহুলদের অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বে হার্দিক পাণ্ড্য। নজর তরুণ ফাস্ট বোলিং ব্রিগেডের দিকে।
প্রবল বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হল না। ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
সিনিয়রদের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শুভমন গিলের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। নিজের সম্ভাব্য টি-টোয়েন্টি অভিষেকের আগে স্মৃতির সাগরে ডুব দিলেন ভারতের তরুণ তারকা। এই নিউজিল্যান্ডেই তাঁর অনুর্ধ্ব ১৯ বিশ্বজয় থেকে প্রথমবার ভারতীয় সিনিয়র দলের হয়ে মাঠে নামা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রানের গতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এই সিরিজে দলের কোচ ভিভিএস লক্ষ্মণ সিরিজ শুরুর আগেই ব্যাটারদের নির্ভীকভাবে খেলার পরামর্শ দিয়ে রেখেছেন।
এখনও অব্যাহত বৃষ্টি। হাতে আর এক ঘণ্টা। তার মধ্যে পরিস্থিতি বদল না হলে খেলা বাতিল করা হবে।
বৃষ্টিতে বন্ধ খেলা, তাতে কী? মাঠে ক্রিকেটের বদলে ইন্ডোরে ফুট ভলিবলে মজলেন ভারত ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা।
টেস্ট দলে নিয়মিত সুযোগ পান, হালে প্রচুর ওয়ান ডে ম্যাচও খেলেছেন। তবে এখনও ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি শুভমন গিলের। আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ঘটাতে পারেন শুভমন।
১১.৩০টায় টস হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জেরে তা পিছিয়ে গেল। মাঝে বৃষ্টি খানিকটা কমলেও, তা আবারও শুরু হয়েছে।
প্রেক্ষাপট
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ওয়েলিংটনে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে একেবারে তরুণ একটা ভারতীয় দল মাঠে নামবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর ২ সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ঋষভ পন্থ সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। এছাড়াও ঈশান কিষাণ, দীপক হুডা, হর্ষল পটেল, সঞ্জু স্য়ামসনের মত তরুণরা রয়েছেন স্কোয়াডে। এছাড়াও নিউজিল্য়ান্ডের গতিময় পিচের কথা মাথায় রেখে উমরান মালিককেও নেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -