নয়াদিল্লি: রবিবাসরীয় দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। গোটা বিশ্বের নজর আজ ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচের দিকে। মরুদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) এই মহামোকাবিলার দিকে নজর রেখেছন তিনিও। বহু ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী তিনি। এই মেগাদ্বৈরথে মহানায়কোচিত ইনিংসও রয়েছে তাঁর। তিনি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

রবিবার তরুণ তিলক বর্মা থেকে যশপ্রীত বুমরা, শিখর ধবনরা সকলেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির হয়েছেন। তবে মহেন্দ্র সিংহ ধোনিকে সচরাচর কোনওদিনই ম্যাচে মাঠে দেখা যায় না। এইদিনও তিনি মাঠে অনুপস্থিত। তবে তা বলে কি ম্যাচ দেখবেন না? ম্যাচের মাঝেই ব্রডকাস্টাররা একটি ক্লিপিং দেখান যেখানে ধোনিকে একাগ্রভাবে বড় পর্দায় ভারত বনাম পাকিস্তান ম্যাচের টেলিকাস্টে দেখা যায়। দ্রুতই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

 

তাঁর পরনে ছিল হলুদ রঙের জার্সি। অনেকেই সেই জার্সির রঙ এবং ধরনের সঙ্গে ধোনির আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের জার্সির মিলও খুঁজে পান। ধোনিকে মন দিয়ে খেলা দেখতে দেখা যায়। কিছুক্ষণ পরে তাঁর পাশাপাশি বলিউড অভিনেতা সানি দেওলকেও (Sunny Deol) দেখা যায়। তিনিও দর্শকদের উপস্থিতিতে এই বিশেষ স্ক্রিনিংয়ে ধোনির সঙ্গে যোগ দেন। আসা মাত্রই ধোনিকে জড়িয়ে ধরেন সানি। তারপরে দুইজনে বসে মন দিয়ে খেলা দেখেন। এরই মাঝে আবার দুইজনকে ম্যাচ নিয়ে বেশ গভীর আলোচনাও করতে দেখা যায়।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ 'ওভার-হাইপড'! হরভজনের মন্তব্যের জবাবে কী বললেন গিল?