দুবাই: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup) প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠেছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। সেই সঙ্গে বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালে যাওয়ার আশা।


যদিও পাকিস্তান বধের পরেই অস্বস্তিতে ভারতীয় শিবির। কারণ, পাকিস্তানের ব্যাটার নিদা দারকে আউট করে আগ্রাসী মেজাজে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলায় ভর্ৎসিত হলেন অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy)।


পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে অভিজ্ঞ ব্যাটারকে আউট করেন ভারতের পেসার অরুন্ধতী। তারপরই আগ্রাসী ভাবে ড্রেসিংরুমের রাস্তা দেখান নিদাকে। তাঁর এই আচরণ ক্রিকেটের আদর্শ আচরণবিধির বিরোধী। আইসিসি আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। সেই ধারায় বলা হয়েছে, 'আন্তর্জাতিক ম্যাচে কোনও ব্যাটারকে আউট করার পর অবমাননাকর ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ গ্রহণযোগ্য নয়।' অরুন্ধতী সেই নিয়ম ভেঙেছেন এবং তাঁকে সতর্ক করা হয়েছে।


ভারত বনাম পাকিস্তান ম্যাচের দুই মাঠের আম্পায়ার এলোইস শেরিডান এবং লরেন এজেনব্যাগ যে রিপোর্ট দিয়েছেন, সেখানে অরুন্ধতীর। খেলা শেষ হওয়ার পর রেড্ডিকে ডেকে পাঠান ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ। জানা গিয়েছে, শুনানিতে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার।


আরও পড়ুন: পুজোর শুরুতেই মন খারাপের খবর, অবসর ঘোষণা জিমন্যাস্টিক্সের ছবি পাল্টে দেওয়া বাঙালি কন্যার


কী শাস্তি হবে অরুন্ধতীর? প্রথম অপরাধ হওয়ায় তাঁকে শুধু সতর্ক করা হয়েছে। আগামী এক বছর নজরদারিতে থাকবেন তিনি। এই সময়ের মধ্যে আবার একই অপরাধ করলে লেভেল ওয়ান অপরাধী হিসাবে চিহ্নিত হবেন। তখন ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। সঙ্গে দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে তাঁকে।


টুর্নামেন্টে দ্বিতীয় ম্য়াচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছেন ভারতের মেয়েরা। এই নিয়ে আইসিসি ইভেন্টে টানা ১০ বার পাকিস্তানকে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান বোর্ডে তুলেছিল। রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।


আরও পড়ুন: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান, বাতিল হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।